TRENDING:

জীবন ধ্বংস করে চারটি 'বিষ', ২৫০০ বছর আগে মোকাবিলার নিদান দিয়েছিলেন চাণক্য

Last Updated:
আলোচনায় দেখা যাক ,আড়াই হাজার বছর আগে জীবনে বিষের প্রভাব থেকে মুক্তি পেতে নীতি অবলম্বন করার কথা বলেছেন চাণক্য।
advertisement
1/5
জীবন ধ্বংস করে চারটি 'বিষ', ২৫০০ বছর আগে মোকাবিলার নিদান দিয়েছিলেন চাণক্য
প্রাচীন ভারতীয় দার্শনিক তথা অর্থনীতিবিদ চাণক্য। অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতাও তিনি। চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা চাণক্যের নীতিগুলি আজও প্রণিধানযোগ্য। এই আলোচনায় দেখা যাক ,আড়াই হাজার বছর আগে জীবনে বিষের প্রভাব থেকে মুক্তি পেতে নীতি অবলম্বন করার কথা বলেছেন চাণক্য।
advertisement
2/5
চাণক্য মনে করতেন পাঠ অভিজ্ঞতা মানুষকে ধারালো করে। তার প্রজ্ঞা বাড়ায়। তার দর্শনকে ঋদ্ধ করে। কিন্তু এই পাঠ অভিজ্ঞতাকে অহং হিসেবে প্রকাশ করলে তা জীবনকে বিষময় করে দেবে।
advertisement
3/5
চাণক্য নিজের সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন। রাজগুরু হিসেবে তাঁর পরামর্শ ছিল দীর্ঘকাল নীরোগ দেহে বাঁচতে হলে মিতাহারী হতে হবে। একেবারেই তেলমশলা যুক্ত খাবার খাওয়া চলবে না। মুখোরচক অথচ ক্ষতিকর এই খাবারগুলিকে বিষের সঙ্গে তুলনা করেছেন চাণক্য।
advertisement
4/5
চাণক্য মনে করে অর্থবান হওয়া না হওয়া নির্ভর করে শ্রমশক্তি ও বুদ্ধির মিশেলের উপর। আর্থিক স্বচ্ছলতা না থাকলে হীনমন্যতায় ভোগেন অনেকে। কিন্তু লড়াইটা নিজের সঙ্গে নিজেকে ছাপিয়ে যাওয়ার। অন্যের সঙ্গে অর্থনৈতিক লড়াই বা প্রতিযোগিতা জীবনকে বিষময় করে তোলে।
advertisement
5/5
চাণক্য শ্লোক বলছে বৃদ্ধস্য তরুণী বিষম। অর্থাৎ বৃদ্ধলোকের কখনও তরুণীর প্রতি আকৃষ্ট হওয়া ঠিক নয়। আজকের নিরিখে এই চাণক্য সূত্র আমরা বুঝব ওজনের সাপেক্ষে। চাণক্য আসলে ভারসাম্য বজায় রেখে মেলামেশার কথা বলেছেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
জীবন ধ্বংস করে চারটি 'বিষ', ২৫০০ বছর আগে মোকাবিলার নিদান দিয়েছিলেন চাণক্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল