TRENDING:

Chanakya Niti: এই ধরনের মানুষ দু’হাতে রোজগার করেন, কিন্তু ১ পয়সা জমাতে পারেন না! শুধু এইসব অভ্যাসের জন্য

Last Updated:
আজকাল তো টাকা সঞ্চয় করানোর জন্য অ্যাপ পাওয়া যায়৷ কী ভাবে কোন উপায়ে টাকা বাঁচানো যাবে, এই সমস্ত অ্যাপ সেই সমস্ত পথই বাতলে দিয়ে থাকে৷ বহু মানুষ বহু ব্লগ পড়ে, ভিডিও দেখেও টাকা সঞ্চয় করে উঠতে পারেন না৷
advertisement
1/7
এই ধরনের মানুষ দু’হাতে রোজগার করেন, কিন্তু ১ পয়সা জমাতে পারেন না! জানেন কারা?
আমাদের মধ্যে অনেকেই এমন থাকেন, যাঁরা দু’হাতে রোজগার করেন৷ কিন্তু, কিছুতেই টাকা জমাতে পারেন না৷ শুধু তাই নয়, এঁদের মানিব্যাগে প্রায়শই টাকা থাকে না৷ এগুলির পিছনে কিন্তু থাকে নির্দিষ্ট কারণ৷ বিশেষ কিছু প্রকৃতির মানুষই এই ভাবে জলের মতো টাকা খরচ করে ফেলতে পারেন৷ নিয়ন্ত্রণ না করলে, তাঁদের দারিদ্র সারা জীবনেও ঘোচে না৷
advertisement
2/7
আজকাল তো টাকা সঞ্চয় করানোর জন্য অ্যাপ পাওয়া যায়৷ কী ভাবে কোন উপায়ে টাকা বাঁচানো যাবে, এই সমস্ত অ্যাপ সেই সমস্ত পথই বাতলে দিয়ে থাকে৷ বহু মানুষ বহু ব্লগ পড়ে, ভিডিও দেখেও টাকা সঞ্চয় করে উঠতে পারেন না৷ অথচ, জানেন, অর্থ সঞ্চয়ের বিষয়ে সেই কয়েকশো বছর আগেই চাণক্য আমাদের বিভিন্ন পরামর্শ দিয়ে গিয়েছেন৷ চাণক্যের মতে, দ্রুত অর্থ ব্যয় করার পিছনে মানুষের বিশেষ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য দায়ী৷ সেগুলিকে স্বজ্ঞানে নিয়ন্ত্রণ করতে পারলেই কিন্তু সুফল মেলে৷
advertisement
3/7
চাণক্যের মতে, যে সমস্ত ব্যক্তি সহজেই অন্যের কথায় প্রভাবিত হয়ে পড়েন, তাঁরা নিজের ক্ষতি করেন সবচেয়ে বেশি। চাণক্য বলেছেন, যে ব্যক্তি তাঁর নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে পারেন না, তিনি সর্বদা প্রতারিত হন।
advertisement
4/7
এমন ব্যক্তি যে কোনও ব্যক্তি বা নারীর কথাবার্তায় বিশ্বাস করে ফেলে, সেগুলি খতিয়ে দেখে নিজের ভাল মন্দ বিশ্লেষণ করেন না৷ ফলে লোভের ফাঁদে পড়ে যান। এই লোভই তাঁদের কাল হয়। যেমন ধরুন, শপিং মলে গিয়েছেন, কিন্তু, সেলস গার্লের মিষ্টি মধুর কথায় মজে গিয়ে এমন এক জিনিস ঘরে কিনে আনলেন, যা হয়ত আপনার কোনও দিনও প্রয়োজন পড়বে না৷ জানবেন, এ-ও এক ধরনের প্রতারণা৷ নিজেকে যে কোনও ধরনের প্রতারণার হাত থেকে বাঁচান৷
advertisement
5/7
প্রয়োজন না বুঝেই যে ব্যক্তির অকারণ অর্থ ব্যয়ের অভ্যাস রয়েছে, তাঁরও পকেটে টাকা থাকে না৷ যে কোনও জিনিস কেনার আগে নিজেকে প্রশ্ন করা উচিত, এই জিনিসটি কেনার কি আদৌ কোনও প্রয়োজনীয়তা আছে? যদি তা না থাকে, তাহলে তা এড়িয়ে চলুন৷ তা সে জিনিস যতই সামান্য হোক৷
advertisement
6/7
রোজগারের অতিরিক্ত বিলাস, ব্যসনের অভ্যাস যাঁদের রয়েছে তাঁদের কাছেও টাকা একেবারেই থাকে না৷ নিজের ক্ষমতা আন্দাজ করে তবেই খরচ করুন৷ তাতে সামান্য আয় হলেও কিছু সঞ্চয় করতে পারবেন৷
advertisement
7/7
চাণক্যের মতে, বুদ্ধিমান ব্যক্তিরা নিজেদের ইন্দ্রিয় নিয়ন্ত্রণে রাখেন এবং কারও দ্বারা বিভ্রান্ত হন না। এছাড়া, যে সমস্ত ব্যক্তির নিজেদের অর্থবল সর্বসমক্ষে ফলাও করে দেখানোর আকাঙ্ক্ষা রয়েছে, তাঁরাও কিন্তু মানুষকে দেখাতে গিয়ে প্রয়োজনের তুলনায় বেশি খরচ করে ফেলেন৷ এমনকি, এঁদের ঋণগ্রস্ত হয়ে পড়ারও প্রবণতা থাকে৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Chanakya Niti: এই ধরনের মানুষ দু’হাতে রোজগার করেন, কিন্তু ১ পয়সা জমাতে পারেন না! শুধু এইসব অভ্যাসের জন্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল