Chaitra Navratri 2021: আজ থেকে শুরু চৈত্র নবরাত্রি, এ সময় এই কাজগুলো করলেই জীবনে নামবে অন্ধকার!
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
বঙ্গে এই উৎসব বাসন্তী দুর্গাপূজা নামে বিখ্যাত, এক্ষেত্রে ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত সায়ুধবাহনে সপরিবারে দেবী দুর্গার আরাধনা করা হয়
advertisement
1/8

আজ থেকে শুরু বাসন্তী পুজো ৷ শরৎকালে অকালবোধনের সময়ে বাঙালিরা মেতে ওঠেন দুর্গাপুজোয় ৷ সে সময় মা দুর্গার পুজোতে নিষ্ঠাভরে পুজো করেন সকলেই ৷ দেবী মহামায়ার আরধনায় ব্রতী হন ভক্তরা ৷ এ বার চৈত্র মাসের বাসন্তী পুজো ৷ চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হয়ে নবমী তিথি পর্যন্ত চলে দেবী দুর্গার নয়টি রূপের বন্দনা। অবশ্য, দেবীকে এই উৎসবের একেক রাতে একেক রূপে উপাসনার রীতি দেশের কিছু অংশে চোখে পড়ে, যেমন, উত্তর ভারতে, মধ্য ভারতে আর দক্ষিণ ভারতের কিছু অংশে।
advertisement
2/8
সারাবছর ৪ বার হয় নবরাত্রি ৷ বাসন্তী পুজোর সময়কার তিথিকে বলা হয় চৈত্র নবরাত্রি ৷ শরৎ নবরাত্রি, চৈত্র নবরাত্রি, গুপ্ত নবরাত্রি এবং মাঘ নবরাত্রি। চৈত্র নবরাত্রি মার্চ এপ্রিল মাসে বা চৈত্র মাসেই পড়ে। এই বছর ১৩ এপ্রিল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি, চলবে ২২ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত।
advertisement
3/8
ভারতীয় পঞ্চাঙ্গ অনুযায়ী চৈত্র মাসের শুক্ল প্রতিপদে নতুন বছরের সূচনা, এই দিনটিকে নববর্ষ উৎসব বলা হয়। মহারাষ্ট্র এবং কোঙ্কনে এটিকে গুড়ি পদওয়া পরব, সমবৎসর বলেও ডাকা হয়। দক্ষিণ ভারতে আবার এই উৎসব উগাড়ি নামে পরিচিত।
advertisement
4/8
চৈত্র নবরাত্রিতে নয় দিন টানা দুর্গার নয় রূপের পুজো করা হয় এবং নিজস্ব প্রথা অনুযায়ী অষ্টমী বা নবমীর দিন রাম নবমী পালন হতে থাকে। এ ছাড়া এ সময় পুজো হয় দেবী অন্নপূর্ণার ৷
advertisement
5/8
তাই এ সময় কিছু নিয়ম মেনে চলা উচিত ৷ নবরাত্রির দিনগুলোতে দেরি করে ঘুম থেকে উঠবেন না ৷ এ দেবী রুষ্ট হতে পারেন ৷
advertisement
6/8
দেবীর আরাধনা করুন ৷ নিময় করে পুজো দিতে না পারলেও সকাল সকাল স্নান সেরে নিয়ে মা দুর্গার নাম জপ করুন ৷
advertisement
7/8
এই কয়েকটাদিন আমিষ ভোজন না করাই ভাল ৷
advertisement
8/8
বিবাদ থেকে দূরে থাকুন ৷ এতে নাকি নতুন বছরে অমঙ্গল বয়ে আসতে পারে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Chaitra Navratri 2021: আজ থেকে শুরু চৈত্র নবরাত্রি, এ সময় এই কাজগুলো করলেই জীবনে নামবে অন্ধকার!