TRENDING:

বিড়াল' কেন 'শসা' দেখলে ভয় পায় বলুন তো...? চমকে উঠবেন 'কারণ' শুনলেই!

Last Updated:
Cat: বিড়ালরা প্রায়শই শসা দেখলে আতঙ্কিত হয়ে পালিয়ে যায়। এই ভয় কেবল ভারতীয় বিড়ালদের মধ্যেই নয়, বিশ্বব্যাপী বিড়াল প্রজাতির মধ্যেই দেখতে পাওয়া যায় এই প্রবণতা। এই নিয়ে অনেকেরই মনে প্রশ্ন জাগে, কেন এমন ভয় পায় বেড়াল?
advertisement
1/16
বিড়াল' কেন 'শসা' দেখলে ভয় পায় বলুন তো...? চমকে উঠবেন 'কারণ' শুনলেই!
কুকুরের মতোই বিড়াল ভালবাসে অনেকেই। বাড়ির পোষা বেড়াল হোক বা পাড়ার মেনি, দেখলেই মিউ মিউ করে এগিয়ে আসে। লেজ তুলে আপনার দৃষ্টি আকর্ষণের চেষ্টায় তাদের জুড়ি মেলা ভার। আবার মাঝে মাঝে গলা বাজিয়ে, লেজ ফুলিয়ে ঝগড়াও করতে দেখা যায় তাদের।
advertisement
2/16
কিন্তু এহেন বিড়ালরা প্রায়শই শসা দেখলে আতঙ্কিত হয়ে পালিয়ে যায়। এই ভয় কেবল ভারতীয় বিড়ালদের মধ্যেই নয়, বিশ্বব্যাপী বিড়াল প্রজাতির মধ্যেই দেখতে পাওয়া যায় এই প্রবণতা। এই নিয়ে অনেকেরই মনে প্রশ্ন জাগে, কেন এমন ভয় পায় বেড়াল?
advertisement
3/16
আসলে শসা দেখলে বিড়ালরা কেন দৌড়োয় সে সম্পর্কে আকর্ষণীয় কিছু তথ্য সম্প্রতি ইন্টারনেটে নেটিজেনদের মনোযোগ আকর্ষণ করেছে। যা নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়। কী সেই ব্যাখ্যা?
advertisement
4/16
বিড়ালকে বিশ্বের বেশিরভাগ জায়গায় পোষা প্রাণী হিসেবেই রাখা হয়। তবে এরা সর্বদাই স্বাধীন প্রাণী হিসেবে বাড়িতে ঘোরাফেরা করে। বিড়ালরা সাধারণত দলবদ্ধভাবে বসবাস করতে আগ্রহী হয় না। বরং স্বাধীনভাবে তাদের জীবন উপভোগ করতে বেশি ভালবাসে এই প্রাণীটি।
advertisement
5/16
আমরা মানুষ হিসেবে যেমন একা থাকার সময় খুব সাবধান থাকি। এই একইরকম অনুভূতিই বিড়ালদের তাদের সতর্কতা এবং মনোযোগ বৃদ্ধি করে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। বিচরণের সময় এতটাই সতর্ক থাকে বিড়ালরা যে তারা তাদের পরিবেশের সামান্য পরিবর্তনটুকুও বুঝতে পারে।
advertisement
6/16
তবে, এটা বলা যাবে না যে সব বিড়াল একা থাকে। ছোটবেলা থেকেই যে সমস্ত পোষ্য বিড়ালরা সামাজিক প্রাণী হিসেবে বেড়ে ওঠে, তারা কিন্তু সাহচর্য কামনা করবে।
advertisement
7/16
তবে একইসঙ্গে এই বিড়াল নামক প্রাণীরা অত্যন্ত আবেগপ্রবণ প্রাণী হওয়ায় সহজেই ভীত এবং উদ্বিগ্ন হয়ে উঠতে পারে।
advertisement
8/16
বিড়ালদের প্রকৃতির কথা বলতে গেলে একটা মজার জিনিস বেশ লক্ষ্য করা যায় যা আজকাল রিল হিসেবে দেখা যায় প্রায়ই যে তারা শসা একেবারেই পছন্দ করে না। এই সবজিটি দেখলে রীতিমতো ভয়ে পিছিয়ে যায়।
advertisement
9/16
আসলে এই সমস্যা শুধু ভারতেই কিন্তু নয়। সারা বিশ্বেই, বেশিরভাগ বিড়াল শসা পছন্দ করে না।এর কারণ শসা দেখতে অনেকটা সাপের মতো, আর বিড়ালের চোখে এই নিরীহ সবজিটি সাপের মতো দেখায়। বলা হয় যে বিড়ালরা শসা পছন্দ করে না কারণ তাদের স্বাভাবিকভাবেই সাপের ভয় থাকে।
advertisement
10/16
ইন্টারনেটে চোখ বড় বড় বিড়ালদের লাফিয়ে লাফিয়ে বা শসা দেখে পালিয়ে যাওয়ার ভিডিও ভরে উঠেছে। যদিও এগুলো হাসির খোরাক জোগাতে তৈরি, প্রাণী বিশেষজ্ঞরা বলছেন যে এটি এমন একটি প্রবণতা যা দীর্ঘমেয়াদে আপনার বিড়াল এবং তাদের সাথে আপনার সম্পর্কের ক্ষতি করতে পারে।
advertisement
11/16
বিড়ালরা কেন শসাকে ভয় পায় এবং কেন আপনার বিড়ালের শসা দেখে আঁতকে ওঠা নিয়ে তামাশা করা উচিত নয় তা ব্যাখ্যা করেছেন পশু চিকিৎসক।
advertisement
12/16
বিড়াল শিকারী, কিন্তু তারা শিকারও বটে । যদিও তারা গৃহপালিত, তাদের মধ্যে সর্বদা বিপদের সন্ধানে থাকার গভীর প্রবৃত্তি রয়েছে, বিশেষ করে অন্যান্য প্রাণী যারা এই বিড়ালকেই তাদের লান্চ বানাতে পারে তাদের নিয়ে রীতিমতো ভয়ে থাকে বিড়াল।
advertisement
13/16
সম্প্রতি ভাইরাল হওয়া বেশিরভাগ বিড়াল-শসার ভিডিওতে দেখা যায় যে কেউ এমন জায়গায় শসা রাখে যেখানে বিড়ালটি সেটি থাকতে পারে বলে আদৌ আশা করে না, যেমন জলের পাত্রের পাশে অথবা দরজার কাছে। এটি একটি বিড়ালের ভয়-প্রতিরক্ষার প্রবৃত্তিকে উদ্দীপিত করে । এটি আসলে অনেকটা মানুষের লড়াই বা পলায়নের প্রতিক্রিয়ার মতোই।
advertisement
14/16
এই তথ্যটি শুনতে মজার মনে হলেও, বাস্তবে বিশ্বের বিভিন্ন দেশেই বিড়ালরা শসা দেখলে ভয়ে পালিয়ে যায়। অন্যদিকে, পশুচিকিৎসকরা ইচ্ছাকৃতভাবে এমন কিছু না করার পরামর্শ দেন যা বিড়ালদের জন্য থ্রেট বা হুমকি স্বরূপ মনে হতে পারে। তাঁরা আরও বলেন যে এই সবজিটি বিড়ালের মেজাজকে প্রভাবিত করতে পারে এমনকি তাদের নানাবিধ স্বাস্থ্য সমস্যার কারণও হতে পারে।
advertisement
15/16
বিড়ালের আচরণ নিয়ে পরামর্শদাতা জোয়ি লুসভার্ডি বলেন, "মানুষ এবং অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও একই রকম প্রতিক্রিয়া দেখা দিতে পারে।"
advertisement
16/16
তিনি বলেন, "যদি আপনি আপনার ফ্রিজে কিছু খুঁজতে যান আর অতর্কিতে ঘুরে দেখেন আপনার পিছনে মাটিতে একটা বাক্স পড়ে আছে যা আগে সেখানে ছিল না, তাহলে আপনিও সম্ভবত চমকে উঠবেন এবং বিভ্রান্ত হবেন"। এক্ষেত্রে আসলে "বাক্সটি সম্ভবত একেবারেই ভয়ঙ্কর নয়, তবে এটি দেখে এমন ভয়ের উদ্রেক ঘটা অস্বাভাবিকও কিছু নয়।"
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
বিড়াল' কেন 'শসা' দেখলে ভয় পায় বলুন তো...? চমকে উঠবেন 'কারণ' শুনলেই!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল