Cafe: ভারতের আছে, অথচ ভারতীয়দেরই প্রবেশের অধিকার নেই! আসলে কী চলে এই ক্যাফের ভিতর?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Cafe: হিমাচলের কাসোল গ্রামেরই একটি কাফে হল ফ্রি কাসোল কাফে।
advertisement
1/6

কলকাতা: ভারতে এমন অনেক জায়গা আছে যেখানে যেতে গেলে আলাদা করে অনুমতির প্রয়োজন হয়। ভাবছেন, বিদেশিদের জন্য তো অবশ্যই স্পেশাল অনুমতির দরকার পড়ে। কিন্তু এমন কিছু জায়গা রয়েছে, যেগুলি দেখতে গেলে ভারতীয়দেরও জন্য একই নিয়ম প্রযোজ্য। ভারত হল বহু সাংস্কৃতিক বৈচিত্র্য ও সমৃদ্ধ ঐতিহ্যের একটি দেশ।
advertisement
2/6
দেশের অভ্যন্তরে ভ্রমণের জন্য ভারতীয়দেরও রয়েছে বেশ কিছু নিষেধাজ্ঞা। এরকম নানা জায়গা আছে। তার মধ্যে একটি জায়গা নিয়ে আজ আলোচনা হল।
advertisement
3/6
হিমাচল প্রদেশের প্রাকৃতিক সৌন্দর্যে কে না মুগ্ধ হয়! কুলু-মানালি থেকে পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম কাসোল। হিমাচল কিন্তু পর্যটকদের কাছে স্বর্গের মতো। প্রকৃতি প্রেমী পর্যটকদের পছন্দের জায়গা কাসোল।
advertisement
4/6
কিন্তু সেই হিমাচলের কাসোল গ্রামেরই একটি কাফে হল ফ্রি কাসোল কাফে। স্বাধীন দেশের একটি পর্যটনের জায়গার কাফে, অথচ সেই দেশেরই মানুষের নাকি ওই কাফেতে ঢোকার অধিকার নেই।
advertisement
5/6
বহু ক্ষেত্রেই পাসপোর্ট ও গায়ের রং দেখে কাফেতে ঢোকার অনুমতি দেওয়া হয়। কাফেটির দায়িত্বে রয়েছে ইজরায়েলি পরিবার। তাই বন্ধু বা পরিবারের সঙ্গে কফি খেয়ে সময় কাটাতে চাইলে ওই কাফেতে ঢোকার আগে দশবার ভাববেন। নাহলে কপালে জুটতে পারে অপমান। এই নিয়েও বিতর্ক কম হয়নি। কিন্তু পরিস্থিতি বদলায়নি বলেই অভিযোগ।
advertisement
6/6
যদিও ক্যাফের মালিকের দাবি, এই ক্যাফেতে ভারতীয় পর্যটক পুরুষরা প্রবেশ করে অন্যান্য পর্যটকদের সঙ্গে খারাপ ব্যবহার করে। এই কারণে এখানে ভারতীয়দের প্রবেশ নিষেধ।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Cafe: ভারতের আছে, অথচ ভারতীয়দেরই প্রবেশের অধিকার নেই! আসলে কী চলে এই ক্যাফের ভিতর?