CAA in India: ভারতে চালু হল CAA, আর কোন দেশ এমন আইন চালু করেছিল জানেন? শুনলে চমকে যাবেন!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
CAA in India: সিএএ আইনের অধীনে প্রতিবেশী তিন দেশ থেকে ভারতে আসা হিন্দু, শিখ, পার্সি, খ্রিস্টান, বৌদ্ধ এবং জৈন ধর্মের মানুষ সিএএ আইনের অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন৷
advertisement
1/8

প্রত্যাশিত ভাবেই লোকসভা নির্বাচনের ঠিক মুখে সিএএ আইন কার্যকর হয়ে গেল৷ সিএএ আইন কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ এর সঙ্গে সঙ্গেই দেশ জুড়ে কার্যকর হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী আইন৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকেই সরকারি ভাবে সিএএ কার্যকর করার কথা জানিয়ে দেওয়া হয়েছে৷
advertisement
2/8
সিএএ আইনের অধীনে প্রতিবেশী তিন দেশ থেকে ভারতে আসা হিন্দু, শিখ, পার্সি, খ্রিস্টান, বৌদ্ধ এবং জৈন ধর্মের মানুষ সিএএ আইনের অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন৷
advertisement
3/8
যদিও বিরোধীদের তরফে, CAA-এর আইনটির বিরুদ্ধে প্রধান অভিযোগ হল, এটি ধর্মীয় বৈষম্যকে গুরুত্ব দিচ্ছে। তাই, ভারতীয় সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করছে।
advertisement
4/8
বর্তমানে বিশ্বের বেশিরভাগ গণতন্ত্রে আইনের অধীনে সমান আচরণের সাংবিধানিক বিধান রয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ সংশোধনীতে সমান সুরক্ষা ধারা অন্তর্ভূক্ত রয়েছে যা, ১৮৬৮ সালে কার্যকর হয়েছিল।
advertisement
5/8
বিশ্বের প্রাচীনতম গণতন্ত্রও প্রায় দুই দশক ধরে ইহুদি, ধর্মপ্রচারক খ্রিস্টান, যারা সংখ্যালঘু, নিজ দেশে নিপীড়নের সম্মুখীন, তাদের জন্য বিশেষ সুবিধা প্রদান করে আসছে।
advertisement
6/8
Lautenberg সংশোধনী, পাবলিক ল 101-167, ১৯৮৯ সালের ২১ নভেম্বর প্রণীত হয়েছিল এবং তারপর থেকে এই সংশোধনীকে মার্কিন কংগ্রেসে বার্ষিক পুনর্নবীকরণ করা হয়।
advertisement
7/8
১৯৮৯-৯০ সালে মার্কিন সিনেটর ফ্রাঙ্ক লাউটেনবার্গের নেতৃত্বে ঘটেছিল এই সংশোধনী, তাই এটি লাউটেনবার্গ সংশোধনী নামে জনপ্রিয় হয়ে ওঠে, যা শরণার্থীদের মর্যাদা দেয় এবং শেষ পর্যন্ত তিনটি দেশের সংখ্যালঘুদের নাগরিকত্ব দেয়।
advertisement
8/8
যদিও CAA ও লাউটেনবার্গ সংশোধনীর মধ্যে পদ্ধতিগত ও নীতিগত অনেক তফাৎ রয়েছে বলেও দাবি করে ওয়াকিবহল মহল।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
CAA in India: ভারতে চালু হল CAA, আর কোন দেশ এমন আইন চালু করেছিল জানেন? শুনলে চমকে যাবেন!