Bullet Train Fare: বুলেট ট্রেনের ভাড়া কত হচ্ছে জানেন?...শুনলে চক্ষু চড়কগাছ হয়ে যাবে! কতদূর পর্যন্ত এগিয়েছে কাজ, সবই বিস্তারিত জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
বুলেট ট্রেনের এই যাত্রাপথে নদীর উপরে ২৪টি সেতু এবং ২৮টি স্টিলের ব্রিজ তৈরি হচ্ছে৷ ২০২৩ সালেই রেলমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, আগামী ২ বছরের মধ্যেই মহারাষ্ট্রের বিলিমোরা এবং গুজরাতের সুরাতের মধ্যে ৫০ কিলোমিটার যাত্রা পথে ভারতের প্রথম বুলেট ট্রেন পরিষেবা শুরু হতে চলেছে৷
advertisement
1/9

জোরকদমে চলছে বুলেট ট্রেন করিডর তৈরির কাজ৷ মহারাষ্ট্রের মুম্বই থেকে আহমেদাবাদের ১৫৬ কিলোমিটার হাইস্পিড রেল করিডরের মধ্যে প্রাথমিক পর্যায়ে চলবে এই ট্রেন৷ তারপরে দেশের অন্যত্রও বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে ভারত সরকারের৷
advertisement
2/9
বন্দে ভারতের মতো এই বুলেট ট্রেন নিয়েও ইতিমধ্যেই জনমানসে উৎসাহ তৈরি হয়েছে৷ অনেকেই ভাবছেন, এই ট্রেনের ভাড়া আন্দাজ কত হতে পারে!
advertisement
3/9
বুলেট ট্রেনের এই যাত্রাপথে নদীর উপরে ২৪টি সেতু এবং ২৮টি স্টিলের ব্রিজ তৈরি হচ্ছে৷ ২০২৩ সালেই রেলমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, আগামী ২ বছরের মধ্যেই মহারাষ্ট্রের বিলিমোরা এবং গুজরাতের সুরাতের মধ্যে ৫০ কিলোমিটার যাত্রা পথে ভারতের প্রথম বুলেট ট্রেন পরিষেবা শুরু হতে চলেছে৷
advertisement
4/9
রেলমন্ত্রক জানিয়েছে, যখন বুলেট ট্রেনের পরিষেবা শুরু হবে, একসঙ্গে ৩৫টি ট্রেনের পরিষেবা শুরু করা হবে৷ দিনে প্রায় ৭০ বার যাতায়াত করবে সেই ট্রেনগুলি৷ ২০৫০-এর মধ্যে এই সংখ্যা বেড়ে হবে ১০৫৷ পরিষেবা শুরু হলে বছরে কমপক্ষে ১০৬ কোটি মানুষ এই রেলপথে যাতায়াত করবে বলে জানিয়েছে রেলমন্ত্রক৷
advertisement
5/9
সম্প্রতি একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, চাইলে আপনি সকালে সুরাতে জলখাবার খেয়ে মুম্বইয়ে কাজে যেতে পারেন৷ আবার বিকেলে কাজ সেরে গুজরাতে এসে রাতে বাড়িতে ঘুমোতে পারবেন৷ বিশ্বের যেখানেই বুলেট ট্রেন রয়েছে, সেখানে ৯০শতাংশ মানুষ দূরপাল্লার ভ্রমণের জন্য বুলেট ট্রেনই ব্যবহার করে থাকেন৷
advertisement
6/9
কিন্তু, এই অত্যাধুনিক ট্রেনের আনুমানিক ভাড়া কত হতে চলেছে? সেটা জানেন? রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিমানের ভাড়ার তুলনায় বুলেট ট্রেনের ভাড়া কম হতে চলেছে৷
advertisement
7/9
অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘‘মুম্বই-আহমেদাবাদ করিডরের জন্য ৮টি নদীর উপর সেতু নির্মাণের কাজ সম্প্রতি শেষ হয়েছে। এই প্রকল্পের খরচ হচ্ছে প্রায় ১,০৮ লক্ষ কোটি টাকা। এর মধ্যে ১০ হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার খরচ করছে। ৫ হাজার কোটি টাকা খরচ করছে মহারাষ্ট্র ও গুজরাত সরকার। বাকি অর্থায়ন হচ্ছে জাপানের থেকে ঋণ নিয়ে। সেই ঋণের সুদের হার মাত্র ০.১ শতাংশ।’’
advertisement
8/9
জানা গিয়েছে যে, মুম্বই-আহমেদাবাদ করিডরের কাজ ২০২১ সালের নভেম্বরে শুরু হয়েছিল এবং এটি ধারাবাহিকভাবে চলছে। ২০২৫-২৬-এর মধ্যে এর একটি অংশে ট্রেন চলাচল শুরু হয়ে যাবে৷ জানা গিয়েছে, মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত বুলেট ট্রেনের ভাড়া হতে পারে প্রায় ৩ হাজার টাকা।
advertisement
9/9
ভবিষ্যতে দিল্লি ও অযোধ্যার মধ্যে বুলেট ট্রেন প্রকল্পের কথাও বলা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এমনটা হলে দিল্লির অর্থনীতি উত্তরপ্রদেশের অনেক শহরের সঙ্গে যুক্ত হবে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Bullet Train Fare: বুলেট ট্রেনের ভাড়া কত হচ্ছে জানেন?...শুনলে চক্ষু চড়কগাছ হয়ে যাবে! কতদূর পর্যন্ত এগিয়েছে কাজ, সবই বিস্তারিত জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব