TRENDING:

Budh Pradosh 2021: স্বামী-স্ত্রী’র মঙ্গল কামনায় পালিত হয় বুধ প্রদোষ ব্রত, জেনে নিন শুভক্ষণ

Last Updated:
প্রতি মাসের ত্রয়োদশীতেই প্রদোষ ব্রত পালন করা হয় । শুক্ল পক্ষ ও কৃষ্ণ পক্ষ, দুই পক্ষেই এই তিথি আসে অর্থাৎ মাসে দু’বার পালিত হয় এই প্রদোষ ব্রত ।
advertisement
1/6
স্বামী-স্ত্রী’র মঙ্গল কামনায় পালিত হয় বুধ প্রদোষ ব্রত, জেনে নিন শুভক্ষণ
• ভগবান শিব ও মাতা পার্বতীর ব্রত হল এই প্রদোষ ব্রত । প্রচলিত আছে, সবার প্রথমে চন্দ্র এই ব্রত পালন করেছিলেন। এরপরই শিবের আশীর্বাদে তিনি ক্ষয় রোগ থেকে মুক্তি পান। ধর্মীয় ধারণা অনুযায়ী, প্রদোষ ব্রত পালন করলে দু’টি গরু দানের সমান ফল লাভ করা যায়। প্রদোষ ব্রত সম্পর্কে প্রচলিত ধারণা অনুযায়ী, ত্রয়োদশী তিথিতে শিব অত্যন্ত প্রসন্ন থাকেন এবং সন্ধ্যার সময় কৈলাস পর্বতে নিজের রজত ভবনে নৃত্য করেন।
advertisement
2/6
• প্রতি মাসের ত্রয়োদশীতেই প্রদোষ ব্রত পালন করা হয় । শুক্ল পক্ষ ও কৃষ্ণ পক্ষ, দুই পক্ষেই এই তিথি আসে অর্থাৎ মাসে দু’বার পালিত হয় এই প্রদোষ ব্রত । যেহেতু এই মাসে প্রদোষ ব্রত বুধবার পড়েছে, তাই এর নাম বুধ প্রদোষ ব্রত ।
advertisement
3/6
• আগামী ৭ জুলাই হল বুধ প্রদোষ ব্রত । শিব-পার্বতী হলেন হিন্দুদের কাছে আদর্শ স্বামী-স্ত্রী । এই ব্রত তাই একে অপরের মঙ্গলের জন্য স্বামী, স্ত্রী’রা করে থাকেন । প্রদোষ কাল, অর্থাৎ সূর্যোদযের দেড় ঘণ্টা আগে ও সূর্যাস্তের দেড় ঘণ্টা পর পর্যন্ত, এই সময়কালের মধ্যে সূর্যের পুজো করা হয় ।
advertisement
4/6
• ত্রয়োদশী তিথি শুরু হবে ৭ জুলাই রাত ১টা বেজে ২ মিনিট থেকে, শেষ হবে ৮ জুলাই রাত ৩টে বেজে ২০ মিনিটে । প্রদোষ সময় চলবে রাত ৭টা বেজে ২৩ মিনিট থেকে ৯টা বেজে ২৪ মিনিট পর্যন্ত ।
advertisement
5/6
• এ দিন ব্রত পালনকারীরা খুব সকালে উঠে স্নান সেরে পুজার্চনা, ধ্যান ও সঙ্কল্প সেরে উপবাস থাকেন গোটা দিন । শিবের পুজো করে শিব চল্লিশা পাঠ করেন । সন্ধেবেলা প্রদোষ কালে শিব পুজো করেন দুধ, গঙ্গাজল, দই, মধু, ঘি, বেলপাতা দিয়ে । এই দিন আমিষ খাবার গ্রহণ করেন না ব্রত পালনকারীরা ।
advertisement
6/6
• প্রদোষ ব্রত পালনকারীরা বিশ্বাস করেন, এই ব্রত পালন করলেন সুখ, শান্তি, সমৃদ্ধি, স্বাস্থ্য অক্ষয় থাকে । শাস্ত্র মতে, এই দিনে ভগবান শিব অসুর ও দানবদের পরাস্ত করেছিলেন ।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Budh Pradosh 2021: স্বামী-স্ত্রী’র মঙ্গল কামনায় পালিত হয় বুধ প্রদোষ ব্রত, জেনে নিন শুভক্ষণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল