TRENDING:

হাতে প্রাণঘাতী অস্ত্র! সীমান্তে বেড়া ভাঙতে এগিয়ে আসছিল '৬ জন'...! রুখে দাঁড়ালেন BSF নারী! তার পর?

Last Updated:
মালদহ জেলার অর্ধাপুর সীমান্তে বিএসএফ-এর মহিলা কনস্টেবল একাই পাঁচ-ছয়জন বাংলাদেশি অনুপ্রবেশকারীর মুখোমুখি হয়ে তাদের চ্যালেঞ্জ করেন। ডিআইজি এন. কে. পাণ্ডে তার সাহসের প্রশংসা করেন।
advertisement
1/8
হাতে অস্ত্র! সীমান্তে বেড়া ভাঙতে এগিয়ে আসছিল ৬ জন...রুখে দাঁড়ালেন BSF নারী! তার পর?
পশ্চিমবঙ্গের মালদা জেলার অর্ধাপুর সীমান্তে বুধবার এক বড় ধরনের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিলেন বিএসএফ-এর এক সাহসী মহিলা কনস্টেবল। বিএসএফ-এর দাবি, পাঁচ থেকে ছয়জন বাংলাদেশি নাগরিক প্রাণঘাতী অস্ত্রসহ সীমান্তের বেড়ার দিকে অগ্রসর হচ্ছিল।
advertisement
2/8
৮৮তম বিএসএফ ব্যাটালিয়নের ওই মহিলা কনস্টেবল একাই অনুপ্রবেশকারীদের মুখোমুখি হয়ে তাদের চ্যালেঞ্জ করেন। মহিলা কনস্টেবলের তৎপরতায় এই অনুপ্রবেশকারীদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়।
advertisement
3/8
বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের মুখপাত্র ও ডিআইজি এন. কে. পাণ্ডে জানান, "মহিলা কনস্টেবল অসাধারণ সাহসের পরিচয় দিয়েছেন। তিনি বুঝতে পারছিলেন যে অনুপ্রবেশকারীদের কাছে প্রাণঘাতী অস্ত্র রয়েছে, তবুও বিন্দুমাত্র দ্বিধা না করে তাদের চ্যালেঞ্জ করেছেন।"
advertisement
4/8
তিনি আরও বলেন, "এই অনুপ্রবেশকারীরা চোরাচালানকারী কিনা নিশ্চিত নয়, তবে তারা বেআইনিভাবে ভারতীয় সীমান্তে ঢুকে বেড়া ভাঙার চেষ্টা করছিল।"
advertisement
5/8
ডিআইজি পাণ্ডে জানান, "মহিলা কনস্টেবল দ্বিতীয় শিফটে ডিউটিতে ছিলেন, তখনই তিনি দেখতে পান অনুপ্রবেশকারীরা বেড়ার দিকে এগোচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি সতর্কবার্তা দেন ও ওয়াকিটকিতে সহকর্মীদের খবর দেন। কিন্তু সতর্কবার্তা উপেক্ষা করেও বাংলাদেশিরা আগ্রাসী ভঙ্গিতে এগিয়ে আসতে থাকে।"
advertisement
6/8
কিন্তু ওই সাহসী মহিলা কনস্টেবল নিজের নিরাপত্তার পরোয়া না করেই একাই তাদের দিকে এগিয়ে যান। ঘন কুয়াশার সুযোগ নিয়ে পালায় অনুপ্রবেশকারীরা।
advertisement
7/8
ডিআইজি বলেন, "ততক্ষণে তারা সীমান্তের খুব কাছে চলে আসে। যদি মহিলা কনস্টেবল গুলি না চালাতেন, তবে তারা বেড়া ভাঙতে শুরু করত। গোলাগুলির শব্দ শুনে ও পরিস্থিতির গুরুত্ব বুঝে অনুপ্রবেশকারীরা কুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যায়। তবে গুলিতে কেউ আহত হয়েছে কি না, তা নিশ্চিত নয়।"
advertisement
8/8
**নারী কনস্টেবলদের অপরিসীম সাহস ও দক্ষতা** ভারত-বাংলাদেশ সীমান্তে মোতায়েন মহিলা কনস্টেবলদের কাজের প্রশংসা করে ডিআইজি পাণ্ডে বলেন, "তাদের দক্ষতা, সাহস ও দায়বদ্ধতা অতুলনীয়। তারা যে কোনও ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে এবং দেশের সীমান্ত সুরক্ষিত রাখতে সম্পূর্ণ সক্ষম।"
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
হাতে প্রাণঘাতী অস্ত্র! সীমান্তে বেড়া ভাঙতে এগিয়ে আসছিল '৬ জন'...! রুখে দাঁড়ালেন BSF নারী! তার পর?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল