ঝাঁটাতে বাধুন এই জিনিস, মা লক্ষ্মী আপনার ঘর ছেড়ে কোথাও যাবে না
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
মা লক্ষ্মী চঞ্চল হলে আর্থিক সংকট দেখা দেয় এবং হাজার পরিশ্রমেও কোনো ফল পাওয়া যায় না
advertisement
1/5

প্রতিদিনি আমরা বাড়ি পরিষ্কার করার জন্য ঝাঁটা ব্যবহার করে থাকি। আর এটা তো আমরা অনেকেই জানি যে ঝাঁটা দেওয়ার সাথে সাথে যে ধুলো ময়লা পরিষ্কার করা হয় তার মাধ্যমেই অলক্ষ্মী বিদায় করা হয় বাড়ি থেকে।
advertisement
2/5
যতক্ষণ অলক্ষ্মী ঘরে থাকবে ততক্ষণ মা লক্ষ্মী বাড়িতে প্রবেশ করার সুযোগ পায় না। আর কে না চায়, মা লক্ষ্মী বাড়িতে প্রবেশ ক্রুক আর থেকে যাক।
advertisement
3/5
কথায় আছে মা লক্ষ্মী খুবই চঞ্চল। আর মা লক্ষ্মী চঞ্চল হলে আর্থিক সংকট দেখা দেয় এবং হাজার পরিশ্রমেও কোনো ফল পাওয়া যায় না। উলটে অভাব অনটন বেড়ে যায়।
advertisement
4/5
তাই বাস্তুশাস্ত্র মতে ঝাড়ুতে একটি সাদা রঙের সুতো বেঁধে রাখার পরামর্শ দেওয়া হয়। বাস্তুশাস্ত্র মতে হাতলে সাদা সুতো বাঁধা ঝাড়ুতে ধুলো ঝাঁট দিলে মা লক্ষ্মী কখনোই বিমুখ হন না।
advertisement
5/5
তাই ঝাড়ু কিনে তাতে সাদা সুতো বেঁধে দিন, সংসার থেকে মা লক্ষ্মী আর কখনোই বিমুখ হবে না।