লক্ষ্মী পুজোর আগে কিনুন এই কয়েকটি সামান্য জিনিস, কখনও অর্থের অভাব হবে না
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
advertisement
1/8

• আগামিকাল লক্ষ্মীপুজো ৷ কোজাগরী পূর্ণিমার পুণ্য তিথিতে ঘরে ঘরে দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে উঠবে সনাতন হিন্দু পরিবার ৷ সৌভাগ্যের দেবী বড়ই চঞ্চলা ৷ তাই তাঁকে সংসারে থিতু করতে কিছু পদ্ধতি অবলম্বণ করতে পারেন ৷ ভক্তি ভরে দেবীর পুজো তো করবেনই, পাশাপাশি পুজোর আগেই ঘরে আনুন এই কয়েকটি জিনিস ৷ এতেই সন্তুষ্ট হন মা লক্ষ্মী ৷
advertisement
2/8
• লক্ষ্মীর পাদুকা: লক্ষ্মীর পাদুকা পূর্ণিমাতে স্থাপন করুন ৷ বাড়িতে সৌভাগ্য উপচে পড়বে ৷
advertisement
3/8
• কুবের মূর্তি: এই দিনে কুবের মূর্তি স্থাপন করাও শুভ ৷
advertisement
4/8
• লক্ষ্মী কড়ি: সুন্দর ও নিটোল লক্ষ্মী কড়ি বাড়িতে আনুন ৷ লক্ষ্মী পুজোর দিন বাড়িতে স্থাপন করুন ৷ সুখ, সমৃদ্ধি কেউ আটকাতে পারবে না ৷
advertisement
5/8
• দক্ষিণাবর্ত শঙ্খ বা জলশঙ্খ: সমস্ত বাড়িতেই এই শঙ্খ রাখা উচিত ৷ এতে সংসারের মঙ্গল হয় ৷
advertisement
6/8
• স্ফটিকের শ্রীযন্ত্রম: নেগেটিভ শক্ত চলে যায় এই যন্ত্র স্থাপন করলে ৷
advertisement
7/8
• পারদের লক্ষ্মী মূর্তি: এই মূর্তি খুবই সৌভাগ্যময় ৷ তাই বাড়িতে এই মূর্তি স্থাপন করুন ৷
advertisement
8/8
• রুপোর কয়েন: লক্ষ্মী-গণেশের ছবি খোদাই করা রুপোর কয়েন এইদিন পুজো করুন ৷ সৌভাগ্য আসবে সংসারে ৷