TRENDING:

Breast Milk: ‘ব্রেস্ট মিল্ক’....৩০০ লিটারেরও বেশি! তামিলনাড়ুর মহিলা যা করলেন, চমকে দেওয়ার মতো কাজ...প্রাণে বাঁচল বহু নবজাতক

Last Updated:
নির্দিষ্ট সময়ের আগে সন্তান ভূমিষ্ঠ হলে মায়েরা শরীরে মাতৃদুগ্ধ উৎপন্ন হতে সময় লাগে৷ অর্থাৎ দেরি হয়৷ অনেক ক্ষেত্রে পরিমিত পরিমাণে মাতৃদুগ্ধ উৎপন্ন হয় না৷
advertisement
1/9
‘ব্রেস্ট মিল্ক’....৩০০ লিটারেরও বেশি! মহিলা যা করলেন, চমকে দেওয়ার মতো কাজ...
আমেরিকায় এখন সদ্যোজাতদের মাতৃদুগ্ধ অর্থাৎ ব্রেস্ট মিল্ক খাওয়ানোর প্রবণতা বাড়ছে৷ কিন্তু, আনন্দের বিষয় হল সচেতনতা বাড়ছে ভারতেও৷ আর সেখান থেকেই সম্প্রতি প্রকাশ্যে এসেছে ইন্টারেস্টিং একটি খবর৷
advertisement
2/9
কথা হচ্ছে তামিলনাড়ুর তিরুচিরাপল্লি জেলার কাট্টুরের ৩৩ বছর বয়সি এক গৃহবধূর৷ সেই গৃহবধূ নাকি, তাঁর ৩০০ লিটারেরও বেশি বুকের দুধ দান করেছেন৷
advertisement
3/9
অর্থাৎ, তাঁর মাতৃস্তন্য তিনি যে শুধুমাত্র নিজের সন্তানকেই খাইয়েছেন তাই নয়, বরং তাঁর দানে প্রাণ বেঁচেছে এবং পুষ্টিগুণ পেয়েছে বহু সদ্যোজাত৷অর্থাৎ, তাঁর মাতৃস্তন্য তিনি যে শুধুমাত্র নিজের সন্তানকেই খাইয়েছেন তাই নয়, বরং তাঁর দানে প্রাণ বেঁচেছে এবং পুষ্টিগুণ পেয়েছে বহু সদ্যোজাত৷
advertisement
4/9
আজকাল অনেকক্ষেত্রেই সন্তানের জন্য IVF পদ্ধতি অবলম্বন করছেন৷ এমন ক্ষেত্রে প্রি-ম্যাচিওর বেবি হওয়ার প্রবণতাও বাড়ছে৷
advertisement
5/9
নির্দিষ্ট সময়ের আগে সন্তান ভূমিষ্ঠ হলে মায়েরা শরীরে মাতৃদুগ্ধ উৎপন্ন হতে সময় লাগে৷ অর্থাৎ দেরি হয়৷ অনেক ক্ষেত্রে পরিমিত পরিমাণে মাতৃদুগ্ধ উৎপন্ন হয় না৷
advertisement
6/9
সেই সমস্ত বাচ্চার ক্ষেত্রে ঈশ্বরের রূপ নিয়ে আসেন সেলভা বৃন্দার মতো মায়েরা৷ দুই সন্তানের জননী সেলভা বৃন্দা, ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ২২ মাস ধরে মহাত্মা গান্ধী মেমোরিয়াল সরকারি হাসপাতাল (এমজিএমজিএইচ) মিল্ক ব্যাংকে ৩০০.১৭ লিটার বুকের দুধ দান করেছেন।
advertisement
7/9
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে ২০২৩-২৪ সময়কালে ব্যাংক কর্তৃক সংগৃহীত মোট বুকের দুধের প্রায় অর্ধেক ছিল তার অনুদান।
advertisement
8/9
একটি বেসরকারি সংস্থার অনুপ্রেরণায়, বৃন্দার ক্রমাগত অবদানের ফলে তিনি এশিয়া বুক অফ রেকর্ডস এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডস উভয় স্থানেই স্থান করে নিয়েছেন।
advertisement
9/9
তাঁর অসাধারণ সেবার স্বীকৃতিস্বরূপ, MGMGH মিল্ক ব্যাঙ্কের কর্মকর্তারা ৭ আগস্ট বিশ্ব স্তন্যপান সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে তাকে সংবর্ধনা জানাবেন বলে হাসপাতাল জানিয়েছে
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Breast Milk: ‘ব্রেস্ট মিল্ক’....৩০০ লিটারেরও বেশি! তামিলনাড়ুর মহিলা যা করলেন, চমকে দেওয়ার মতো কাজ...প্রাণে বাঁচল বহু নবজাতক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল