TRENDING:

Brain Teaser Matchstick Puzzle: সরাতে পারবেন একটি কাঠি, তাহলেই 7+5=7 ভুল অঙ্ক হবে ঠিক, যে পারবে সে জিনিয়াস

Last Updated:
Brain Teaser Matchstick Puzzle: একটি মজার অঙ্ক ও তার সমাধান নিয়ে এই প্রতিবেদন। এই ছবিতে দেখা যাচ্ছে দেশলাই কাঠি দিয়ে সাজিয়ে একটি অঙ্ক তৈরি করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে 7+5=7 দেখানো হয়েছে। অর্থাৎ ভুল রয়েছে। ১২ হওয়ার কথা।
advertisement
1/6
সরাতে পারবেন একটি কাঠি, তাহলেই 7+5=7 ভুল অঙ্ক হবে ঠিক, যে পারবে সে জিনিয়াস
অপটিক্যাল, ব্রেন টিজার বা গোদা বাংলায় ধাঁধা আমাদের সকলের কাছেই খুব প্রিয়। স্মার্ট ফোনের দুনিয়ায় এই সকল মজাদার বিষয়গুলি আমাদেরে হাতের মুঠোয়। মোবাইলে আমরা অনেকেই নানারকম এইসকল মজার অপটিক্যাল, ব্রেন টিজার বা ধাঁধার সমাধানে সময় দিয়ে থাকি।
advertisement
2/6
ধাঁধার এই সকল খেলায় কখনও একটি ছবির মধ্যে থাকা কোন ভুল খুঁজে বের করার কথা বলা হচ্ছে, আবার কখনো বলা হয় একটি ছবির মধ্যে গুচ্ছেক একই ধরনের শব্দ বা অক্ষরের মাঝে অন্য কোন শব্দ বা অক্ষর খুঁজে বের করার কথা। আবার এরই মধ্যে রয়েছে কিছু আজব অংকের সমাধান।
advertisement
3/6
তেমনই একটি মজার অঙ্ক ও তার সমাধান নিয়ে এই প্রতিবেদন। এই ছবিতে দেখা যাচ্ছে দেশলাই কাঠি দিয়ে সাজিয়ে একটি অঙ্ক তৈরি করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে 7+5=7 দেখানো হয়েছে। অর্থাৎ ভুল রয়েছে। ১২ হওয়ার কথা।
advertisement
4/6
এক্ষেত্রে বলা হয়েছে এই ভুল অংক ঠিক করার জন্য কেবলমাত্র একটি দেশালাইয়ের কাঠি সরানো যেতে পারে। অনেকেই এই অংকের সমাধান করতে হিমশিম খেয়েছেন। নানা রকম চেষ্টা করেও অনেকেই ব্যর্থ হয়েছেন। কেউ কেউউ তো বলেছেম একটি কাঠি সরিয়ে তা করা সম্ভবই নয়।
advertisement
5/6
আবার যারা জিনিয়াস তারা কয়েক সেকেন্ডের মধ্যেই একটি কাঠি ছড়িয়ে অংকটি ঠিক করে দিয়েছেন। এবার আপনার পালা। আপনার বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা কতটা তার জন্যই এই অঙ্কের ধাঁধা। একান্ত না পারলে শেষের ছবিতে সঠিক পদ্ধতি করে দেখানো হয়েছে।
advertisement
6/6
দেশালাইয়ের কাঠি দিয়ে তৈরি করা এই অংকের 7 এর মাথায় থাকা দেশালাইয়ের কাঠিটি যদি সরিয়ে আনা হয় এবং সেটিকে যদি 5 এর নিচের অংশে যোগ করা হয় তাহলে তা হয়ে যাবে 6। আবার 7 এর মাথা থেকে একটি কাঠি সরিয়ে দেওয়ার ফলে সেটি হয়ে দাঁড়িয়েছে 1। সুতরাং এবার অংকটি দাঁড়ালো 1+6=7।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Brain Teaser Matchstick Puzzle: সরাতে পারবেন একটি কাঠি, তাহলেই 7+5=7 ভুল অঙ্ক হবে ঠিক, যে পারবে সে জিনিয়াস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল