Bottle Gourd: লাউ তো খান, এবার বলুন দেখি লাউ ফল না সবজি? সঠিক উত্তর দিতে হিমশিম খাচ্ছে সবাই
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
advertisement
1/4

বাঙালি বাড়িতে লাউ-এর কদর বেজায়! লাউ ডাল হোক কী লাউয়ের ঘণ্ট কিংবা লাউ চিংড়ি... লাউ হলে মন খুশি। শুধুই স্বাদে ভাল নয়, স্বাস্থ্যের জন্যও উপকারী লাউ। কিন্তু বলুন দেখি লাআউ সবজি না ফল? ৯০ শতাংশই ভুল উত্তর দিয়েছেন--
advertisement
2/4
বাজারে আমরা দেখি ফলের দোকানে লাউ বিক্রি হয়না। বিক্রি হয় সবজি বিক্রেতার কাছেই। সবজি হিসাবেই মানুষ বাজার থেকে লাউ কিনে আনেন, সবজির মতোই রান্না করে খাওয়া হয়। ফলের মত কাঁচা খাওয়া হয় না। কিন্তু বিজ্ঞান বলছে অন্য কথা
advertisement
3/4
বিজ্ঞান বলছে, লাউ মোটেও সবজি নয়, লাউ হল ফল। ফল তাকেই বলে যা ফুল থেকে তৈরি হয়। লাউও ফুল থেকেই সৃষ্টি হয়।
advertisement
4/4
ফল তাকেই বলে যার মধ্যে বীজ থাকে। লাউয়ের মধ্যেও বীজ থাকে। তাই লাউ ফল, সবজি নয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Bottle Gourd: লাউ তো খান, এবার বলুন দেখি লাউ ফল না সবজি? সঠিক উত্তর দিতে হিমশিম খাচ্ছে সবাই