TRENDING:

Mithun Chakraborty: ৪ মাসও টেকেনি বিয়ে, মিঠুনের প্রথম স্ত্রী কে? শেষ হয়েছিল খুব বিশ্রী ভাবে

Last Updated:
Helena Luke and Mithun Chakraborty Painful Breakup: আমরা এখন অনেকেই ভুলতে বসেছি যে, একসময় শ্রীদেবী এবং সারিকার সঙ্গে মিঠুন চক্রবর্তীর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল৷ এমনকি, এ-ও লোকজন বলত যে, শ্রীদেবীর সঙ্গে নাকি মিঠুন গোপনে বিয়ে করেছেন৷
advertisement
1/7
৪ মাসও টেকেনি বিয়ে, মিঠুনের প্রথম স্ত্রী কে? শেষ হয়েছিল খুব বিশ্রী ভাবে
সম্প্রতি 'সা রে গা মা পা' অনুষ্ঠানে তাঁর এবং এক মহিলার খুবই বেদনাদায়ক বিচ্ছেদের কাহিনি শুনিয়েছেন মিঠুন চক্রবর্তী৷ তবে সেই মহিলা কে, সে বিষয়ে খোলসা করে ন্যাশনাল টেলিভিশনে কিছুই জানাননি তিনি৷ তবে, মিঠুনের এই মন্তব্যের সঙ্গে সঙ্গেই তাঁর একের পর এক প্রেমের গল্প চর্চায় উঠে এসেছে৷
advertisement
2/7
আমরা এখন অনেকেই ভুলতে বসেছি যে, একসময় শ্রীদেবী এবং সারিকার সঙ্গে মিঠুন চক্রবর্তীর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল৷ এমনকি, এ-ও লোকজন বলত যে, শ্রীদেবীর সঙ্গে নাকি মিঠুন গোপনে বিয়ে করেছেন৷
advertisement
3/7
মিঠুন চক্রবর্তী বলিউডের অন্যতম কিংবদন্তি তারকা। যে কোনও সুপারস্টারের মতোই তাঁর জীবনও বেশ রঙিন। তাঁর সময়ের ৪ অভিনেত্রীর সঙ্গে মিঠুনের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল বলে শোনা যায়৷ তার মধ্যে ২ জনকে তিনি বিয়ে করেছিলেন। কিন্তু, প্রথম জনের সঙ্গে তাঁর বিয়ে মাত্র ৪ মাস স্থায়ী হয়েছিল।
advertisement
4/7
অভিনেত্রী সারিকার সঙ্গে বেশ ভালই সম্পর্ক এগোচ্ছিল মিঠুনের৷ কিন্তু, হঠাৎ কোনও কারণে সেই সম্পর্কেও চির ধরে৷ মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সারিকার সঙ্গে যখন মিঠুন চক্রবর্তীর বিচ্ছেদ হচ্ছে, তখন মডেল ও অভিনেত্রী হেলেনা লুকও জনপ্রিয় অভিনেতা জাভেদ খানের সঙ্গে তাঁর ৫ বছরের সম্পর্ক ভেঙে বেরিয়ে আসছেন। সেই সময় হঠাৎ করেই দু’জনে দু’জনের ঘনিষ্ঠ হয়ে পড়েন৷
advertisement
5/7
চুটিয়ে প্রেম করার পরে, ঠিক করেন বিয়েও করবেন৷ ১৯৭৯ সালে হেলেনা লুকের সঙ্গে বিয়ে করেন মিঠুন৷ কিন্তু সেই বিয়ে ৪ মাসও টেকেনি। শেষ হয়েছিল খুব বিশ্রী ভাবে৷
advertisement
6/7
মিঠুনকে ডিভোর্স দেওয়ার পরে হেলেনা লুক বলিউড থেকে সরে এসে নিউইয়র্কে চলে যান। এয়ারলাইন্সে ফ্লাইট অ্যাটেনডেন্ট হিসেবে কাজ শুরু করেন।
advertisement
7/7
হেলেনা লুকের অভিযোগ তুলেছিলেন, তাঁদের তখন সদ্য বিয়ে হয়েছে, কিন্তু, সেই সময়েই যোগিতা বালির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন মিঠুন৷ ডিভোর্সের তিন বছর পর 'স্টারডাস্ট'কে দেওয়া এক সাক্ষাৎকারে মিঠুনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন হেলেনা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Mithun Chakraborty: ৪ মাসও টেকেনি বিয়ে, মিঠুনের প্রথম স্ত্রী কে? শেষ হয়েছিল খুব বিশ্রী ভাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল