TRENDING:

কালো প্লাস্টিক! আপনাকে কেন দেওয়া হয় জানেন? জানলে ভয়ে ঘুম উড়ে যাবে

Last Updated:
Black Plastic- এখন অনেক রেস্তোরাঁয় খাবার প্যাক করা হয় কালো প্লাস্টিকের কন্টেনার-এ। সেই সব কন্টেনার-এ গরম খাবার পরিবেশন করা হয়। তাতে কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে ঝুঁকি অনেকটাই বেড়ে যেতে পারে।
advertisement
1/6
কালো প্লাস্টিক! আপনাকে কেন দেওয়া হয় জানেন? জানলে ভয়ে ঘুম উড়ে যাবে
প্লাস্টিক আমাদের জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে গিয়েছে ওতপ্রোতভাবে। হাতের সামনে প্রচুর প্লাস্টিকের তৈরি জিনিস। আর সেগুলো রোজ ব্যবহার করা ছাড়া আমাদের আর কোনও উপায়ও নেই। আমরা জানি, প্লাস্টিকে ক্ষতি। তার পরও প্লাস্টিকের জিনিসে না করা আমাদের পক্ষে এখন কার্যত অসম্ভব।
advertisement
2/6
সাম্প্রতিক এক গবেষণার রিপোর্ট বলছে, আপনার রোজকার জীবনে যদি কালো প্লাস্টিকে তৈরি জিনিসের সংখ্যা বেশি হয় তা হলে আর রক্ষে নেই। সায়েন্টিফিক জার্নাল অফ কেমোস্ফিয়ার শীর্ষক বিজ্ঞানপত্রিকায় এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
advertisement
3/6
গবেষণার রিপোর্ট বলছে, কালো প্লাস্টিকে ১৬ হাজার রকমের রাসায়নিক থাকে। সেসব রাসায়নিক খাবারের সঙ্গে মিশে শরীরে গেলে আপনার কিডনি, হৃদপিন্ড, যকৃৎ-সহ একাধিক অরগান-এর বারোটা বাজিয়ে দিতে পারে।
advertisement
4/6
দাবি করা হয়েছে, কিছু প্লাস্টিকে ইচ্ছে করে কালো রঙ করা হয়। কারণ সেসব প্লাস্টিকের এমন অবস্থা হয় যে তাতে কালো রঙ না করলে ক্রেতারা নিতে চাইবেন না। সেই কালো রঙে থাকে ক্যাডমিয়াম, লেড, নিকেল, ক্রোমিয়াম ও পারদের মতো ধাতু থাকে।
advertisement
5/6
আরও চাঞ্চল্যকর তথ্য হল, এদেশে ৬৫-৭০ শতাংশ প্লাস্টিক পুনরায় প্রক্রিয়াজাত করে ব্যবহার যোগ্য করা হয়। অন্য দেশে যা হয় ১০-১৫ শতাংশ। আমরা অনেক সময় মাছ, মাংস আনি কালো প্লাস্টিকে করে। তা হলে বুঝতে পারছেন তো, অজান্তে নিজেদের শরীরের কতটা ক্ষতি করছি আমরা!
advertisement
6/6
এখন অনেক রেস্তোরাঁয় খাবার প্যাক করা হয় কালো প্লাস্টিকের কন্টেনার-এ। সেই সব কন্টেনার-এ গরম খাবার পরিবেশন করা হয়। তাতে কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে ঝুঁকি অনেকটাই বেড়ে যেতে পারে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
কালো প্লাস্টিক! আপনাকে কেন দেওয়া হয় জানেন? জানলে ভয়ে ঘুম উড়ে যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল