Biriyani Capital of India: বিরিয়ানি, শুনলেই যেন জিভে জল আসে! ভারতের কোন রাজ্যকে বিরিয়ানির রাজধানী বলে জানেন? নামটা শুনলে অবাক হবেন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Biriyani Capital of India: বিরিয়ানি। পেট ভর্তি থাকলেও যার গন্ধে আবার খিদে পেয়ে যায়। এই বিরিয়ানি শুধু একটা খাবার নয়, খাদ্যরসিকদের কাছে একটা আবেগের নাম বিরিয়ানি।
advertisement
1/7

বিরিয়ানি। পেট ভর্তি থাকলেও যার গন্ধে আবার খিদে পেয়ে যায়। এই বিরিয়ানি শুধু একটা খাবার নয়, খাদ্যরসিকদের কাছে একটা আবেগের নাম বিরিয়ানি।
advertisement
2/7
কিন্তু বিরিয়ানি মানে কি, তা শুধু এক রকমের? মোটেই নয়। ভারতেরই নানা প্রান্তে বিরিয়ানির স্বাদ আলাদা, গন্ধ আলাদা, এমনকী চেহারাও আলাদা।
advertisement
3/7
আপনি কি জানেন ভারতের কোন রাজ্যকে বিরিয়ানির রাজধানী বলা হয়?
advertisement
4/7
কলকাতার বিরিয়ানি দেশের সমস্ত অন্য রাজ্যের বিরিয়ানির চেয়ে একেবারে আলাদা। কারণ এই বিরিয়ানিতেই একমাত্র আলু থাকে। তাহলে কি পশ্চিমবঙ্গই বিরিয়ানির রাজধানী?
advertisement
5/7
ফুড ডেলিভারি সংস্থা সুইগির করা ২০২৩-এর একটি সমীক্ষা কিন্তু বলছে অন্য কথা। কলকাতার বিরিয়ানিকে ছাপিয়ে দেশ তথা বিশ্বজুড়ে বিরিয়ানি জনপ্রিয় হয়েছে হায়দরাবাদের।
advertisement
6/7
অর্থাৎ তেলঙ্গানা হল ভারতের বিরিয়ানি রাজধানী। মোগলাই ও স্থানীয় ফ্লেভারের মিশ্রণে তৈরি হায়দরাবাদি বিরিয়ানি সমীক্ষায় দেখা গিয়েছে, দিনে ৫টি বিরিয়ানির অর্ডার থাকলে একটি অবশ্যই থাকে হায়দরাবাদের বিরিয়ানি।
advertisement
7/7
বেশিরভাগ বিরিয়ানি-প্রেমীই বলবেন, হায়দরাবাদ। 'কাচ্চি' বা 'পাক্কি' বিরিয়ানি তো আছেই, এই শহরের অন্যতম আকর্ষণ 'দুধ কি বিরিয়ানি'।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Biriyani Capital of India: বিরিয়ানি, শুনলেই যেন জিভে জল আসে! ভারতের কোন রাজ্যকে বিরিয়ানির রাজধানী বলে জানেন? নামটা শুনলে অবাক হবেন