Viral News: ভালোবাসাকে সেতু করে সাত পাকে বাঁধা, নতুন পথ চলার শুরু! 'মনের ভাষা' মিলিয়ে দিল ওঁদের...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Viral News: বাড়ির কথা থেমে গেলেও পাত্রী শুকুন্তলা ও মৃত্যুঞ্জয়ের মধ্যে চলতে থাকে কথোপকথন। মাধ্যম? ভালোলাগা আর একসঙ্গে নতুন জীবন কাটানোর স্বপ্নে বিভোর দুটি মন।
advertisement
1/6

মুখের ভাষা নয় মনের ভাষা মিলিয়ে দিল দুটি মনকে। সাতপাকে বাঁধা পড়ল মূক ও বধির যুগল। পরিবার পিছু পা হলেও মিলিয়ে দিলো ভাগ্য। ভাগ্যের জেরে সাতপাকে বাঁধা পড়ল শুকুন্তলা ও মৃত্যুঞ্জয়। বিগত দুবছর আগে বিয়ের জন্য সম্মন্ধ হয় বীরভূমের কাকরতলা থানার বেলগড়িয়া গ্রামের বাসিন্দা মৃত্যুঞ্জয় গড়াই এর সঙ্গে পুরুলিয়ার বাসিন্দা শুকুন্তলা গড়াইয়ের।
advertisement
2/6
পাত্রের বাবা দিলীপ গড়াই যোগাযোগ করেন পাত্রীর বাবা সনাতন গড়াইয়ের সঙ্গে। তবে যোগাযোগ হলেও বিয়ের কথা এগোনোর আগেই কিছু কারণে থেমে যায় আলোচনা।
advertisement
3/6
কিন্ত বাড়ির কথা থেমে গেলেও পাত্রী শুকুন্তলা ও মৃত্যুঞ্জয়ের মধ্যে চলতে থাকে কথোপকথন। মাধ্যম? ভালোলাগা আর একসঙ্গে নতুন জীবন কাটানোর স্বপ্নে বিভোর দুটি মন। কিছুদিন কথা হওয়ার পর দুজনেই দুজনকে পছন্দ করতে শুরু করেন। কথোপকথনের মাধ্যমে জায়গা করে নেন একে অপরের মনে। তাদের মধ্যে সম্পর্ক বাড়তেই জানাজানি হয় বাড়িতে। বাড়িতে জানতেই নতুন করে শুরু বিয়ের প্রস্তুতি।
advertisement
4/6
নিজেদের মধ্যে সব মান অভিমান দূরে সরিয়ে আবার নতুন করে শুরু হয় দুই পক্ষের বিয়ের কথাবার্তা। কথা বার্তা এগোতেই ধীরে ধীরে স্থির হয় তাদের দুজনের বিয়ের দিন । তারপরই ধুম ধাম করে বিয়ের পিঁড়িতে। সাতপাকে বাঁধা পড়লেন শুকুন্তলা ও মৃত্যুঞ্জয় মূক ও বধির দুই যুগল।
advertisement
5/6
কথা বলতে না পারলেও ভিডিও কলের মাধ্যমে কথা আদানপ্রদান করেন তাঁরা। দুজন জায়গা করে নেয় দুজনের মনের মধ্যে। যুগলের শুভ পরিণয়ে খুশি বাড়ির লোক থেকে আত্মীয় পরিজন থেকে পাড়া প্রতিবেশী সকলেই।
advertisement
6/6
বীরভূমের বেলগড়িয়া গ্রামের বাসিন্দা নবদ্বীপ মণ্ডল বলেন, " পাত্র পাত্রী ওরা দুজনেই মূক ও বধির। কিন্তু কথা বলতে না পারলেও একে অপরকে প্রকাশ করতে পারে মনের ভাব নিজেদের মতো করে। তাই ওদের এই শুভ পরিণয়ে সত্যিই আমরা খুব খুশি।"
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral News: ভালোবাসাকে সেতু করে সাত পাকে বাঁধা, নতুন পথ চলার শুরু! 'মনের ভাষা' মিলিয়ে দিল ওঁদের...