Biggest Penis: সবথেকে বড় পুরুষাঙ্গের অধিকারী এই ব্যক্তি! মাপ আর বাকি ঘটনা জানলে আঁতকে উঠবেন নিশ্চিত
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Biggest Penis: ১৮.৯ ইঞ্চির এই পুরুষাঙ্গ নিয়ে কম ঝামেলার মধ্যে পড়তে হয়নি এসকুয়িভাল ক্যাব্রেরাকে। দিনের পর দিন মহিলা সঙ্গও ত্যাগ করতে হয়েছে।
advertisement
1/5

সবথেকে বড়! সত্যি। হ্যাঁ! এটাই বিশ্বের সবথেকে বড় সত্যি। পুরো ১৮.৯ ইঞ্চি! অবাক হচ্ছেন তো! ভাবছেন নিশ্চয়ই কোনও রোগ। না কোনও রোগ নয়, স্বাভাবিক এতবড় পুরুষাঙ্গ নিয়েই দিব্যি আছেন মেক্সিকোর রবার্তো এসকুয়িভাল ক্যাব্রেরা। লক্ষ্য শুধু একটাই, তাঁর সবথেকে বড় লিঙ্গের নাম উঠুক গিনিস বুকে।
advertisement
2/5
যদিও ১৮.৯ ইঞ্চির এই পুরুষাঙ্গ নিয়ে কম ঝামেলার মধ্যে পড়তে হয়নি এসকুয়িভাল ক্যাব্রেরাকে। দিনের পর দিন মহিলা সঙ্গও ত্যাগ করতে হয়েছে। যেমন, একদিন এক মহিলার সঙ্গে যৌন-সঙ্গমে মিলিত হতে গিয়েছিলেন এসকুয়িভাল। সেই মহিলা ক্যাব্রেরার পুরুষাঙ্গ দেখেই ভয় পেয়ে গিয়েছিলেন, পরের জনের সঙ্গে চেষ্টা করেও কিছু হয়নি।
advertisement
3/5
এরআগে জোয়ান ফেলকন বিশ্বের সব থেকে বড় পুরুষাঙ্গের অধিকারী ছিলেন। তাঁর পুরুষাঙ্গের দৈর্ঘ্য ১৩.৫ ইঞ্চি ( ৩৪ সেন্টিমিটার)। রবার্তোর লক্ষ্য এই রেকর্ড ভেঙে তিনি হতে চান সর্বোচ্চ দৈর্ঘ্যের পুরুষাঙ্গের অধিকারী 'ম্যানহুড'।
advertisement
4/5
৫২ বছর বয়সী রবার্তো এসকুয়িভাল ক্যাব্রেরাকে ডাক্তাররা জানিয়েছেন, তাঁর পুরুষাঙ্গ ১৩ ইঞ্চি পর্যন্ত চামড়ার ভিতরে রয়েছে। এক্সরে করে ধরা গেছে যথাযথ দৈর্ঘ্য। তাঁর পুরুষাঙ্গ হাঁটুর নিচে ঝুলে যাওয়া রীতিমত বিরক্তির কারণ হয়ে উঠেছে।
advertisement
5/5
তিনি ঠিক মতো কোনও কাজই করতে পারছেন না। তাঁর ব্যক্তিগত জীবনে কোনও নারী সম্পর্কে জড়াতে ভয় পাচ্ছে, এও দ্বিধাহীনভাবে জানান তিনি। তবে এর চেয়ে বেশি দুঃখ তাঁর দীর্ঘকায় পুরুষাঙ্গ গিনিস বুকে এখনও পর্যন্ত স্বীকৃতি পাননি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Biggest Penis: সবথেকে বড় পুরুষাঙ্গের অধিকারী এই ব্যক্তি! মাপ আর বাকি ঘটনা জানলে আঁতকে উঠবেন নিশ্চিত