TRENDING:

চারটি মুরগি সাবাড় করে নিশ্চিন্তে ঘুম দিচ্ছে এ কে? ডোরা কাটা, চক্রাবক্রা, দেখেই গায়ে কাঁটা দিল গৃহকর্তার

Last Updated:
Jalpaiguri Python Rescue জলপাইগুড়ির মহারাজঘাটে গৌতম চক্রবর্তীর বাড়িতে ৪টি মুরগি খেয়ে বিশাল বার্মিজ পাইথন ধরা পড়ে, বন দফতর ও স্বেচ্ছাসেবীরা উদ্ধার করে বৈকুণ্ঠপুর জঙ্গলে ছেড়ে দেন!
advertisement
1/5
চারটি মুরগি সাবাড় করে নিশ্চিন্তে ঘুম দিচ্ছে এ কে? ডোরা কাটা, চক্রাবক্রা, দেখেই গায়ে কাঁটা
“চারটে মুরগি খেয়ে দিব্যি ভাতঘুম!” ভোর বেলা মুরগি খোয়ার দরজা খুলে ভাত ঘুমের দৃশ্য দেখে শিউরে উঠলেন বাড়ির মালিক! কেন জানলে গায়ে কাঁটা দেবে আপনারও। সকাল সকাল ঘুম ভেঙে মুরগির খোয়ার দরজা খুলতেই চোখে পড়ে অদ্ভুত দৃশ্য! ৪টি মুরগি যে উধাও, আর মাচার নিচে শুয়ে আছে প্রায় ১০ থেকে ১২ ফুট লম্বা এক বিশাল অজগর!
advertisement
2/5
অজগরের পেট ফুলে আছে দেখে মুহূর্তেই বুঝে ফেলেন গৃহকর্তা। রাতের খাবার শেষ করে সাপটি এখন আরামে বিশ্রাম নিচ্ছে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের মান্তাধারী গ্রাম পঞ্চায়েতের মহারাজঘাট এলাকার গৌতম চক্রবর্তীর বাড়িতে। আতঙ্কে সঙ্গে সঙ্গে খবর দেন বন দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য অঙ্কুর দাস, অজয় ঝা ও স্বরূপ বসাক। দীর্ঘ চেষ্টার পর তাঁরা নিরাপদে উদ্ধার করেন ওই বিশাল বার্মিজ পাইথনটিকে।
advertisement
3/5
অঙ্কুর দাস জানান, “সাপটি সম্পূর্ণ সুস্থ ছিল। উদ্ধার করার পর গৌরীকোন বিট অফিসে হস্তান্তর করা হয়েছে। এরপর তাকে বৈকুণ্ঠপুর জঙ্গলে নিরাপদে ছেড়ে দেওয়া হয়েছে।” জানা গেছে, গৌতম চক্রবর্তীর বাড়িটি জঙ্গলের একেবারে লাগুয়া । ফলে মাঝেমধ্যেই সেখানে ঢুকে পড়ে অজগর বা অন্য সাপ। গত তিন বছরে তাঁর বাড়ি থেকেই উদ্ধার হয়েছে চারটি অজগর।
advertisement
4/5
স্থানীয়রা বলছেন, জঙ্গলে খাবারের অভাবই সাপদের গ্রামে ঢোকার অন্যতম কারণ। তাই বনদফতরের প্রতি তাঁদের আবেদন ,“জঙ্গলের প্রাণীগুলির জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা থাকলে এভাবে গ্রামে ঢোকার প্রবণতা অনেকটাই কমবে।”
advertisement
5/5
বৃষ্টিভেজা টাকিমারীর সেই সকালে অজগরের ‘ভাতঘুম’ এখন আলোচনার কেন্দ্রবিন্দু। ভয় আর বিস্ময়ের মিশেলে এক বাস্তব রোমাঞ্চের গল্প হয়ে গেছে জলপাইগুড়ির মহারাজঘাটে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
চারটি মুরগি সাবাড় করে নিশ্চিন্তে ঘুম দিচ্ছে এ কে? ডোরা কাটা, চক্রাবক্রা, দেখেই গায়ে কাঁটা দিল গৃহকর্তার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল