TRENDING:

Bibhutibhushan Bandyopadhyay: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্বশুরবাড়ি কোথায় জানেন? এই পোড়ো বাড়ির কাহিনি জানুন

Last Updated:
Bibhutibhushan Bandyopadhyay: এই গ্রামের সঙ্গে লেখকের আত্মার যোগ! বাড়ির প্রতিটি কোণে লুকিয়ে করুণ কাহিনি! জানুন
advertisement
1/5
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্বশুরবাড়ি কোথায় জানেন? এই পোড়ো বাড়ির কাহিনি জানুন
পানিতর গ্রামের জীর্ণ বাড়ি স্মৃতি আঁকড়ে রয়েছে জামাই বিভূতিভূষণের। একটি মাত্র কাঁটাতারের বেড়া যা ভাগ করেছে দুই বাংলা তথা দেশকে। বেড়ার ওপারে বাংলাদেশের সাতক্ষীরা এপারে বসিরহাটের পানিতর গ্রাম। পাশ দিয়ে বয়ে গেছে ইছামতী নদী। সবুজ ও শ্যামলায় বেশ সুন্দর গ্রামটি, যা অবশ্য আর পাঁচটা সীমান্ত গ্রামের মতো নয়।(তথ্য ও ছবি: জুলফিকার মোল্যা)
advertisement
2/5
সেই সুবাদে বেশ কয়েক বার পানিতর গ্রামে এসেছিলেন বিভূতিবাবু। এই গ্রামের মেয়ে গৌরীদেবীকে বিয়ে করেছিলেন তিনি। শুধু তাই নয়, ওই গ্রামেই ছিল বিভূতিভূষণের পূর্বপুরুষদের বাস। বসিরহাটের সীমান্ত এলাকা পানিতর গ্রামে জামাইকে নিয়ে নানা মধুর স্মৃতি ছড়িয়ে রয়েছে। কিন্তু বহু স্মৃতি বিজরিত সেই বাড়ি এখন ভগ্নপ্রায়। অবস্থা এমনই যে সংস্কার না হলে যে কোনও দিন সেটি ভেঙে পড়তে পারে।(তথ্য ও ছবি: জুলফিকার মোল্যা)
advertisement
3/5
এলাকায় বয়স্ক ব্যক্তিদের অনেকে জানায়, পানিতর গ্রামে কালীভূষণ মুখোপাধ্যায়ের মেজ মেয়ে গৌরীদেবীকে বিয়ে করেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।(তথ্য ও ছবি: জুলফিকার মোল্যা)
advertisement
4/5
তবে সেই বিয়ে বেশি দিন টেঁকেনি। বিয়ের কয়েক মাসের মধ্যেই গৌরীদেবীর মৃত্যু হয়। তবে কিন্তু পানিতরের স্মৃতি কোনও দিন পিছু ছাড়েনি বিভূতিবাবুর৷ তাঁর বিভিন্ন লেখায় উঠে এসেছে এই গ্রামের ছবি।(তথ্য ও ছবি: জুলফিকার মোল্যা)
advertisement
5/5
বিভূতিবাবুর সেই শ্বশুরবাড়ি এখন যেন পোড়ো বাড়ি। কারও পা পড়ে না। দরজা-জানলা উধাও। তবে পানিতরের এই বাড়ি তাঁর কাছে শুধু শ্বশুরবাড়ি নয় যেন এক অনন্য স্মৃতি বিজড়িত স্থান। তবে এলাকার অনেকেই ওই বাড়িটিকে হেরিটেজ ঘোষণার পাশাপাশি সংস্কারের দাবি জানিয়েছেন।(তথ্য ও ছবি: জুলফিকার মোল্যা)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Bibhutibhushan Bandyopadhyay: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্বশুরবাড়ি কোথায় জানেন? এই পোড়ো বাড়ির কাহিনি জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল