TRENDING:

শীতের ছুটিতে সপরিবার ঘুরে আসুন ভুটান, তা-ও সম্পূর্ণ বিনামূল্যে ! কিন্তু কীভাবে সেটা সম্ভব? জেনে নিন বিশদে

Last Updated:
Bhutan Tour Packages: দুই সন্তান-সহ ভুটান ভ্রমণে কোনও খরচও লাগবে না। উপরন্তু কিছু টাকাও রোজগার করে নেওয়া যাবে। কিন্তু কীভাবে? আজ সেটাই বলে দেওয়া যাক।
advertisement
1/6
শীতের ছুটিতে সপরিবার ঘুরে আসুন ভুটান, তা-ও সম্পূর্ণ বিনামূল্যে ! কিন্তু কীভাবে?
নতুন বছরের ছুটির মরশুম ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই সময়টা বন্ধ থাকে বাচ্চাদের স্কুল। আর এই ছুটির মরশুমে ঘুরতে না গেলে কি চলে। আর ছুটির সুযোগে যে কেউ গোটা পরিবারকে নিয়ে ঘুরে আসতে পারেন পড়শি দেশ ভুটানে। আর তা-ও সম্পূর্ণ বিনামূল্যে। অর্থাৎ বিমান ভাড়া, যাতায়াতের খরচ আর খাওয়াদাওয়ার খরচও লাগবে না। সাত দিনের জন্য এই ভ্রমণ হবে বিনামূল্যে। এমনকী ভুটানে যেতে ভারতীয়দের ভিসা আর পাসপোর্টও লাগবে না।
advertisement
2/6
আসলে দুই সন্তান-সহ ভুটান ভ্রমণে কোনও খরচও লাগবে না। উপরন্তু কিছু টাকাও রোজগার করে নেওয়া যাবে। কিন্তু কীভাবে? আজ সেটাই বলে দেওয়া যাক। তবে প্রথমেই বলে নেওয়া যাক, ভুটান ভ্রমণে চার জনের পরিবারের কতটা খরচ হতে পারে। দিল্লি থেকে ভ্রমণ করলে বাগডোগরা বিমানবন্দর পর্যন্ত একটা বিমান নিতে হবে। জনপ্রতি এক দিকের যাতায়াতের জন্য গড় খরচ পড়বে ৫০০০ টাকা। ফলে চার জনের পরিবারের সেখানে পৌঁছতে লাগবে ২০০০০ টাকা। বাগডোগরা থেকে ভুটান পৌঁছতে প্রাইভেট ট্যাক্সিতে লাগবে ৯০০০ টাকা।
advertisement
3/6
বাগডোগরা বিমানবন্দর থেকে ৯ কিলোমিটার দূরে শিলিগুড়ি বাস টার্মিনাল থেকে ভুটানের ফুন্টশোলিং পর্যন্ত বাসও পাওয়া যায়। দুই শহরের মধ্যে ব্যবধান ৪৮০ কিলোমিটার। ফলে সময় লাগবে ৫-৬ ঘণ্টা। বাস ভাড়া পড়বে জনপ্রতি ২৫০ টাকা। ফলে ১০০০ টাকা খরচ করলেই গোটা পরিবার ভুটান পৌঁছে যেতে পারবে। আবার বাগডোগরা থেকে দিল্লি ফেরার জন্য বিমান ভাড়া পড়বে মোট ২০ হাজার টাকা।
advertisement
4/6
ভুটানের রাজধানী থিম্পুতে দারুণ হোটেল মিলবে দৈনিক ৪-৫ হাজার টাকা ভাড়ায়। তবে অন্যান্য শহরে হোটেল ভাড়া এর থেকেও কম। গড় ভাড়া ৪০০০ টাকা ধরলে ৭ দিনের জন্য লাগবে ২৮,০০০ টাকা। খাবার এবং পানীয়ের জন্য দৈনিক গড় খরচ হবে ৪০০০ টাকা। ৭ দিনে মোট লাগবে ৩০,০০০ টাকা। এই ভাবে সব মিলিয়ে যাতায়াতের মোট খরচ পড়বে ১ লক্ষ টাকা।
advertisement
5/6
কিন্তু কীভাবে সেই ভ্রমণ বিনামূল্যে করা যাবে? যাঁরা ভুটান যাচ্ছেন, তাঁদের কিন্তু সেখান থেকে ট্যাক্স-ফ্রি সোনা কিনতে ভুললে চলবে না। ২৪ ডিসেম্বরের হিসেব অনুযায়ী ভুটানে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার মূল্য ৪৫৭২৮ টাকা। আর ভারতে এই পরিমাণ সোনার দর প্রায় ৬৪৫৬০ টাকা (নয়াদিল্লি)। অর্থাৎ প্রতি ১০ গ্রাম সোনায় ১৯,০০০ টাকা বাঁচানো সম্ভব।
advertisement
6/6
কিন্তু কতটা সোনা কেনা সম্ভব? ভুটান থেকে ট্যাক্স ফ্রি সোনা কেনার অনুমতি পান ভারতীয়রা। সেই দেশ থেকে একজন পুরুষ ২০ গ্রাম সোনা এবং একজন মহিলা ৪০ গ্রাম সোনা কিনতে পারেন। এভাবে স্বামী-স্ত্রী মিলে মোট ৬০ গ্রাম সোনা কিনতে পারেন। আর এই পরিমাণ সোনা কিনে ভারতে ১.১৪ লক্ষ টাকা বাঁচাতে পারবেন। যার অর্থ হল, ভুটান ভ্রমণের পুরো খরচটাই ফ্রি হয়ে যাচ্ছে। তার পরেও ভ্রমণকারীর হাতে থাকবে ১৪,০০০ টাকা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
শীতের ছুটিতে সপরিবার ঘুরে আসুন ভুটান, তা-ও সম্পূর্ণ বিনামূল্যে ! কিন্তু কীভাবে সেটা সম্ভব? জেনে নিন বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল