বাদামকাকু ভয়ঙ্কর বিপদে! সংসারে চরম অভাব, পুজোর আগে দিশেহারা ভুবন বাদ্যকার
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Bhuban Badyakar: বাদামকাকুর পুজোয় একটাও নতুন জামা হয়নি। ভয়ঙ্কর খারাপ অবস্থা ভুবন বাদ্যকারের।
advertisement
1/8

খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি। তবে সেই খ্যাতি ধরে রাখতে পারলেন না ভুবন বাদ্যকার।
advertisement
2/8
কাঁচা বাদাম গান ভাইরাল হওয়ার পর থেকে আর ফিরে তাকাতে হয়নি বীরভূমের ভূবন বাদ্যকারকে। বিভিন্ন মঞ্চে তাঁর ডাক এসেছিল।
advertisement
3/8
কাঁচা বাদাম-খ্যাত ভুবন বাদ্যকারের এখন প্রচণ্ড আর্থিক সঙ্কট। তাঁর এখন নুন আনতে পান্তা ফুরনোর মতো অবস্থা।
advertisement
4/8
ভুবন বাদ্যকর এখন কপিরাইটের গেরোয় ফেঁসেছেন। তিনি দাবি করেছিলেন, এক সংস্থা তাঁকে ভুল বুঝিয়ে তাঁর গানের স্বত্ত্ব নিজেদের নামে লিখিয়ে নিয়েছিল।
advertisement
5/8
ভুবন বাদ্যকর জানিয়েছেন, তাঁর আইনজীবী তাঁকে এখন কাঁচা বাদাম গানটি গাইতে বারণ করেছেন। কপিরাইটের সমস্যায় পড়ে বাদামকাকুর এখন উপার্জন প্রায় নেই বললেই চলে।
advertisement
6/8
একসময় সেলেব্রিটি হয়ে যাওয়া ভুবন বাদ্যকার এখন লোকচক্ষুর আড়ালে আর্থিক কষ্টে দিন কাটাচ্ছেন।
advertisement
7/8
কাঁচা বাদামের স্রষ্টা জানিয়েছেন, তাঁর ছেলে থানায় কাজ পেয়েছেন। ছেলের মাইনের টাকা দিয়েই এখন কোনওমতে সংসার চলছে।
advertisement
8/8
ভুবন বাদ্যকর নিজেও জানেন না তাঁর এই অবস্থার পরিবর্তন কবে হবে! কারণ কপিরাইটের গেরো কাটিয়ে বেরোতেই পারছেন না তিনি।