১০ দিনে গণেশকে কোন ভোগ দিয়ে পুজো দেবেন? রইল ১০ সন্ধান
- Published by:Raima Chakraborty
Last Updated:
বুধবার ৩১ অগাস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে গণেশবন্দনা। ১০ দিনে কী কী দিয়ে পুজো দেবেন গণেশকে? রইল দশ ধরনের ভোগের সন্ধান। (Ganesh Chaturthi 2022)
advertisement
1/11

বুধবার ৩১ অগাস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে গণেশবন্দনা। ১০ দিনে কী কী দিয়ে পুজো দেবেন গণেশকে? রইল দশ ধরনের ভোগের সন্ধান।
advertisement
2/11
মোদক-- বলা হয় গণেশ মোদকপ্রিয়। এটাই গণেশের সবচেয়ে প্রিয় মিষ্টি। প্রথম দিন অবশ্যই গণেশকে মোদক ভোগ দিন।
advertisement
3/11
মোতিচুরের লাড্ডু-- লাড্ডু গণেশের ভীষণ প্রিয়। অবশ্যই ভোগে মোতিচুর, আটা, তিলের লাড্ডু ভোগ দিন।
advertisement
4/11
পুরার পোলি-- মহারাষ্ট্রের জনপ্রিয় মিষ্টি পুরান পোলি। গণেশকে অবশ্যই ভোগে এই মিষ্টি দিন। ময়দা ও গুড় দিয়ে তৈরি হয় এই মিষ্টি।
advertisement
5/11
শ্রীখন্দ-- দই, বাদাম ও কিশমিশ দিয়ে তৈরি করা হয় এই মিষ্টি। গণেশ চতুর্থীতে অবশ্যই এই ভোগ দিন।
advertisement
6/11
পায়েস-- দক্ষিণ ভারতের এই সাবেকি খিরজাতীয় মিষ্টি খুবই জনপ্রিয়। গুড়, নারকেল ও এলাচ দিয়ে তৈরি করা হয় এই মিষ্টি। গণেশকে এই ভোগ দিতে পারেন।
advertisement
7/11
কলার শিরা-- সুজি দিয়ে তৈরি এই মিষ্টি অবশ্যই দিন ভোগে।
advertisement
8/11
মেদু বরা-- দক্ষিণ ভারতের এই বরাও বেশ জনপ্রিয় গণেশ ভোগ।
advertisement
9/11
রাভা পোঙ্গাল-- সুজি ও ঘি দিয়ে তৈরি এই ভোগও গণেশকে দেওয়া যেতে পারে।
advertisement
10/11
নারকেল রাইস-- নারকেলের দুধ দিয়ে তৈরি এই ভাতও গণেশকে দেওয়া যায়।
advertisement
11/11
সাতোরি-- মহারাষ্ট্রের মিষ্টি রুটিজাতীয় এই ভোগ গণেশের ভোগ হতেই পারে।