অবসরকালীন জীবনটা নিশ্চিন্তে আরামসে কাটিয়ে দিতে চাইছেন? রইল দুর্দান্ত কয়েকটি জায়গার হদিশ
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Best Place to Live After Retirement: আসলে মাত্র ৫০ ডলারে দিনে তিন বেলা খাবার পাওয়া যাবে। সে তো না হয় ঠিকই আছে! কিন্তু কর ছাড়ও পাওয়া যায় সেই সব দেশে। আর স্বাস্থ্য পরিষেবাও মেলে তুখোড়।
advertisement
1/7

অবসর গ্রহণের পরে মানুষ একটা শান্ত নিস্তরঙ্গ জীবনযাপন করতে চান। এমন জায়গায় গিয়ে জীবন কাটাতে চান, যেখানে জীবনযাপনের খরচ এবং কর কম। শুধু তা-ই নয়, আরাম করে নানা সুবিধাও পেতে চান তাঁরা। বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টাও দেখা জরুরি। আজ কিছু দেশের কথা বলব, যেখানে দিব্যি আরামেই কাটিয়ে দেওয়া যাবে অবসরকালীন জীবন।
advertisement
2/7
১০০০ ডলারেই মাসের খরচ চলে যাবে। কীভাবে? আসলে মাত্র ৫০ ডলারে দিনে তিন বেলা খাবার পাওয়া যাবে। সে তো না হয় ঠিকই আছে! কিন্তু কর ছাড়ও পাওয়া যায় সেই সব দেশে। আর স্বাস্থ্য পরিষেবাও মেলে তুখোড়। সবথেকে বড় কথা হল, এখানে ভিসা পাওয়ার শর্তও খুব একটা কঠিন নয়। তাহলে আর দেরি কীসের? জেনে নেওয়া যাক দেশগুলির কথা।
advertisement
3/7
অবসরজীবন কাটানোর জন্য ইউরোপের সেরা দেশ হল পর্তুগাল। জীবনযাত্রার খরচও এখানে খুবই কম। স্মার্টঅ্যাসেটের মতে, বাড়ি ভাড়া ছাড়া জীবনযাত্রা বাবদ ব্যয় মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় গড়ে প্রায় ২৯% কম। আর ওয়াইনের জন্য সারা দুনিয়ায় বিখ্যাত এই দেশটি। আর বিশ্বের সবচেয়ে সুন্দর শহরগুলির মধ্যে অন্যতম হল পর্তুগাল। লাতিন আমেরিকার ‘সুইৎজারল্যান্ড’ হিসেবে পরিচিত উরুগুয়ে। বিশ্বের অন্যতম জনপ্রিয় স্থানগুলির মধ্যে একটি। এখানকার সৈকত খুবই নয়নাভিরাম। আর অপরাধের পরিসংখ্যানও কম এই দেশে।
advertisement
4/7
এখানে বসবাসের খরচ আমেরিকায় বসবাসের খরচের তুলনায় প্রায় ১৯ শতাংশ কম। এখানে বাড়ি ভাড়াও ৬৬ শতাংশ পর্যন্ত কম। এমনকী বয়স্কদের জন্য এখানকার স্বাস্থ্য ব্যবস্থা বিশ্ব সেরা বলেই গণ্য করা হয়। কলম্বিয়া হল লাতিন আমেরিকার সবচেয়ে কম ব্যয়বহুল দেশগুলোর একটি। এখানে খুব নামমাত্র মূল্যে স্বাস্থ্য বিমা পাওয়া যেতে পারে। প্রতি মাসে খুব কম খরচ হতে পারে। সুন্দর সাজানো দেশ স্পেনে বসবাসের খরচ মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় প্রায় ৩৪ শতাংশ কম।
advertisement
5/7
এখানে বসবাসকারী প্রতিটি মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসার সুবিধা পেয়ে থাকে। আর দ্রষ্টব্য স্থানের সৌন্দর্য তো ভাষায় প্রকাশ করা যাবেই না। তবে এখানকার ভিসা পাওয়ার জন্য বেশি সময় লাগতে পারে।
advertisement
6/7
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ইতালির স্বাস্থ্য ব্যবস্থা বিশ্বের মধ্যে দ্বিতীয়। ইতালিতে প্রচুর পরিমাণে ভাল ভাল খাবার পাওয়া যায়। আর দর্শনীয় স্থানগুলিও অতুলনীয়। বয়স্কদের থাকার খরচও এখানে অনেকটাই কম।
advertisement
7/7
সারা বিশ্বে পর্যটকদের প্রথম পছন্দের জায়গা ফ্রান্স। এর মূল কারণ হল এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, সুন্দর শহর, সুস্বাদু খাবার, সস্তা ওয়াইন আর মনোরম আবহাওয়া। যাঁরা অবসর গ্রহণের পরে এইসব সুযোগ-সুবিধাগুলির উপর জোর দিয়ে থাকেন, তাঁদের জন্য ফ্রান্স একটি আদর্শ জায়গা হতে পারে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
অবসরকালীন জীবনটা নিশ্চিন্তে আরামসে কাটিয়ে দিতে চাইছেন? রইল দুর্দান্ত কয়েকটি জায়গার হদিশ