TRENDING:

Best Food: বিশ্বের সেরা মিষ্টির তালিকায় কলকাতার এই দোকানের মিষ্টি! কী সেই মিষ্টি? দুটি নামেই বড় চমক

Last Updated:
Best Food: শেষ পাতে বাঙালির ওই মিষ্টি না হলে ঠিক জমে না যেন। আর এই রসগোল্লার হাত ধরেই বিশ্বের মিষ্টি মানচিত্রে জায়গা করে নিয়েছে সিটি অব জয় কলকাতা।
advertisement
1/10
বিশ্বের সেরা! কলকাতার এই দোকানের মিষ্টি সেরা! কী সেই মিষ্টি? নামে বড় চমক
রসগোল্লা। বাংলা ও বাঙালির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বাংলার এই বিখ্যাত মিষ্টি। এবার এই রসগোল্লার হাত ধরেই বিশ্বের মানচিত্রে জায়গা করে নিল কলকাতা।
advertisement
2/10
সুখবর পেলে বাঙালির মিষ্টিমুখ করা চাই, শুভ কাজে গেলেও মিষ্টিমুখ অবধারিত। দুর্গাপুজোয় বিসর্জনের পর বা বাড়িতে অতিথি এলে, সব ক্ষেত্রেই বড় জায়গা রসগোল্লার।
advertisement
3/10
শেষ পাতে বাঙালির ওই মিষ্টি না হলে ঠিক জমে না যেন। আর এই রসগোল্লার হাত ধরেই বিশ্বের মিষ্টি মানচিত্রে জায়গা করে নিয়েছে সিটি অব জয়।
advertisement
4/10
বাঙালি মানেই রসগোল্লা। আর সেই রসগোল্লা যদি কলকাতার হয়, তবে কিন্তু প্রথমেই যে নামগুলি আসে তার অন্যতম মিষ্টি প্রস্তুতকারক কেসি দাস। জায়গা হল কলকাতার তিনটি নামী দোকানের, তার অন্যতম অবশ্যই কেসি দাস।
advertisement
5/10
বাঙালির মিষ্টিপ্রেমের কথা যে জগৎ জুড়েই বিখ্যাত। তাতে আরও একটা সিলমোহর লেগেছে। বিশ্বব্যাপী স্বীকৃত সংস্থা টেস্ট অ্যাটলাসের মিষ্টি তালিকায় ২৫ নম্বরে জায়গা করে নিয়েছে কলকাতার কেসি দাস মিষ্টির দোকানের রসগোল্লা, সঙ্গে আছে আরও দুই।
advertisement
6/10
টেস্ট অ্যাটলাস গোটা পৃথিবীর সেরা ১৫০টি ডেজার্ট প্লেস বা মিষ্টিমুখ করা যায় এমন গন্তব্যের নামের একটি তালিকা প্রকাশ করেছিল গত বছর। গত ১৩ সেপ্টেম্বর এই তালিকা প্রকাশিত হয়েছে। আর সেই তালিকা দেখে বাঙালি মিষ্টিপ্রেমিদের মুখে একটা চওড়া হাসি ফুটেছে!
advertisement
7/10
বিশ্বজোড়া মিষ্টি ম্যাপে ১৫০ টার মধ্যে ৩টি কলকাতার! ২৫ নম্বরে রয়েছে কেসি দাস। তারা এই তালিকায় স্থান করেছেন তাদের রসগোল্লার জন্য। এরপর ২৬ নম্বরে আছে ফ্লুরিজ। রাম বল যা কিনা এক বিশেষ ধরনের কেক সেটা এই তালিকায় স্থান পেয়েছে। এরপর সন্দেশের জন্যই ৩৭ নম্বরে আছে বলরাম মল্লিক ও রাধারমণ মল্লিক।
advertisement
8/10
কিন্তু মিষ্টি প্রেমীরা নিশ্চই ভাবছেন এক নম্বরে কে আছে? তবে শুনুন। পর্তুগালের লিসবন শহরের বেকারি পাস্তেস দে বেলেম। পাফ পেস্ট্রির জন্য এই ১৮৩৭ সালে প্রতিষ্ঠিত দোকানটি খ্যাতির শীর্ষে পৌঁছেছে।
advertisement
9/10
ভাবছেন ভারতের মধ্যে সেরা কে? পুনের কায়ানি বেকারি। এটি এই তালিকার ১৮ নম্বরে আছে। এই বিপনী জনপ্রিয় এদের মাওয়া কেকের জন্য।
advertisement
10/10
টেস্ট অ্যাটলাসের মতে তালিকার এই জায়গার মিষ্টি খাবার এতোই সুস্বাদু ও এই স্থানগুলি মিষ্টি স্ব স্ব ইতিহাস নিয়ে এতোই উজ্জ্বল যে এই জায়গাগুলির ঐতিহ্যই আলাদা। তবে বিশ্বের সেরা এই তালিকা দেখার পর নিশ্চই এবার আপনারও ইচ্ছে করবে শহরের চেনা এই দোকানগুলির বিখ্যাত এই খাবার আবার একবার চেখে দেখতে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Best Food: বিশ্বের সেরা মিষ্টির তালিকায় কলকাতার এই দোকানের মিষ্টি! কী সেই মিষ্টি? দুটি নামেই বড় চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল