TRENDING:

Best Book: একটি মাত্র বই বিক্রি হল হল ৭ কোটি টাকায়! কোন বই? নামটা শোনামাত্রই চমকে উঠবেন ১০০% গ্যারান্টি

Last Updated:
Best Book: ১৮১৮ সাল প্রকাশিত এমন বহু বই ছড়িয়ে রয়েছে। তাহলে আলাদা করে এই বইটির মূল্য এত টাকা দাঁড়াল কেন?
advertisement
1/6
একটি মাত্র বই বিক্রি হল হল ৭ কোটি টাকায়! কোন বই? নামটা শুনেই চমকে উঠবেন
একটি বইয়ের দাম ৭ কোটি! অবিশ্বাস্য শুনতে লাগলেও এটাই সত্যি। বিশ্বের অন্যতম চর্চিত বইটি এত টাকায় বিক্রি হওয়ায় আকাশ থেকে পড়ছেন অনেকেই। বইটি ভূতের বই হিসাবেই পরিচিত। যা প্রথম ছাপা হয়েছিল ১৮১৮ সালে। আর ২০২৪ সালে এসে তা বিক্রি হয়ে গেল ৭ কোটি ৪ লক্ষ টাকায়।
advertisement
2/6
ব্রিটিশ এক মহিলা লেখকের এই বই। ১৮১৮ সালে প্রকাশিত বইটির একটিমাত্র কপিই ব্যক্তিগত সংগ্রহে ছিল। আর সেই বইটিই এবার উঠল নিলামে। তারপরই ঘটল অভাবনীয় ঘটনা। নিলামে বইটির দাম উঠল ভারতীয় মুদ্রায় ৭ কোটি ৪ লক্ষ টাকা!
advertisement
3/6
কিন্তু ১৮১৮ সাল প্রকাশিত এমন বহু বই ছড়িয়ে রয়েছে। তাহলে আলাদা করে এই বইটির মূল্য এত টাকা দাঁড়াল কেন? এই বইটি ব্রিটিশ লেখক মেরি শেলি-র লেখা। মাত্র ২১ বছর বয়সে লেখা এই বই আজও দারুণ জনপ্রিয়তা ধরে রেখেছে।
advertisement
4/6
বইটির নাম কী জানেন? বইটির নাম ‘ফ্র্যাঙ্কেনস্টাইন: অর, দ্যা মডার্ন প্রমিথিউস’। ফ্র্যাঙ্কেনস্টাইন এমন এক চরিত্র, যা আজও বিশ্বজুড়ে আলোচিত হয়। বারংবার নানা প্রসঙ্গে উঠে আসে ফ্র্যাঙ্কেনস্টাইনের নাম।
advertisement
5/6
আসলে ১৮১৮ সালে প্রকাশিত এই বইটির প্রথম প্রকাশিত কপিগুলির মধ্যে ৩টি কপি আজও রয়ে গেছে। গোলাপি মলাটে এই ৩টি কপির আবার একটিমাত্র কপি ব্যক্তিগত সংগ্রহে ছিল। এবার শেষমেশ সেটাই নিলামে উঠল।
advertisement
6/6
একটি কপি ব্যক্তিগত সংগ্রহে থাকলেও বাকি ২টি রয়েছে নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে। ফলে পৃথিবীতে একটিমাত্র কপি হওয়ার কারণেই এই বইটির দাম পৌঁছল ৭ কোটিতে!
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Best Book: একটি মাত্র বই বিক্রি হল হল ৭ কোটি টাকায়! কোন বই? নামটা শোনামাত্রই চমকে উঠবেন ১০০% গ্যারান্টি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল