সকাল বিকেল চা ছাড়া চলে না, কিন্তু কাপ-প্লেট-ট্রে-এর বাংলা প্রতিশব্দই ভুলে গিয়েছে বাঙালি
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Bengali terms for cup plate and tray: এটা কি খেয়াল করেছেন যে চা খেলেও কাপ, প্লেট ও ট্রে-এর বাংলা প্রতিশব্দই গিয়েছি ভুলে৷ কথায় ব্যবহার তো দূর অস্ত
advertisement
1/7

শীতকাল মানেই ধূমায়িত চা বা কফির কাপ। অবশ্য শুধু শীত বলে নয়। চা ও কফির কাপে তুফান না তুললে বাঙালির দিনটাই মাটি। তাই বঙ্গজীবনের অঙ্গ কাপ, প্লেট এবং ট্রে।
advertisement
2/7
চিন দেশে প্রথম প্রচলন হওয়া চা-পানের অভ্যাস বাঙালিদের জীবনের অংশ হয়ে ওঠে ব্রিটিশদের হাত ধরে। প্রসঙ্গত ইংরেজ আমলেই চা, এবং তার সঙ্গে কাপ, প্লেট ও ট্রে ইত্যাদি জিনিস ও তার নামের সঙ্গে পরিচিত হয়ে উঠল আম বাঙালি।
advertisement
3/7
এখন তো চায়ের মতো কাপ, প্লেট, ট্রেও অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গিয়েছে আমাদের জীবনে৷
advertisement
4/7
কিন্তু এটা কি খেয়াল করেছেন যে চা খেলেও কাপ, প্লেট ও ট্রে-এর বাংলা প্রতিশব্দই গিয়েছি ভুলে৷ কথায় ব্যবহার তো দূর অস্ত৷
advertisement
5/7
এই তিন শব্দই বিদেশি৷ কিন্তু তিনটের জন্যই বাংলা প্রতিশব্দ আছে৷ তবে সেই প্রতিশব্দ গুলিও বিদেশি ভাষা থেকেই বাংলা শব্দভাণ্ডারে প্রবেশ করেছিল অতীতে৷
advertisement
6/7
কাপের বাংলা হল পেয়ালা৷ প্লেটের বাংলা প্রতিশব্দ পিরিচ এবং ট্রে-কে বলা হয় রেকাবি৷ বড় ট্রে হলে বারকোশও বলা যায়৷
advertisement
7/7
পেয়ালা, পিরিচ, বারকোশ-এই শব্দগুলি বিদেশি ভাষা থেকে বাংলা শব্দভাণ্ডারে মিশে কার্যত বাংলাই হয়ে গিয়েছে সময়ের স্রোতে৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
সকাল বিকেল চা ছাড়া চলে না, কিন্তু কাপ-প্লেট-ট্রে-এর বাংলা প্রতিশব্দই ভুলে গিয়েছে বাঙালি