রং তুলিতে মানবশরীরই যখন ক্যানভাস! বিশ্ব বডি পেইন্টিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধি বাংলার শৈলেশ
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
রং তুলিতে মানব শরীর হয়ে ওঠে ক্যানভাস! আর সেই বিশ্ব বডি পেইন্টিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধি বাংলার শৈলেশ!
advertisement
1/6

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়: রং তুলিতে মানব শরীর হয়ে ওঠে ক্যানভাস। আর সেই বিশ্ব বডি পেইন্টিং চ্যাম্পিয়নশিপে এবছর ভারতের প্রতিনিধি হিসেবে উঠে এসেছেন বাংলার ছেলে শৈলেশ চ্যাটার্জি। শিল্পের বিশ্বমঞ্চে ভারতীয় শিল্পচর্চার নিদর্শন তুলে ধরবেন বাংলার এই শিল্পী
advertisement
2/6
জানা গিয়েছে, অস্ট্রিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড বডি পেইন্টিং চ্যাম্পিয়নশিপে ভারতকে প্রতিনিধিত্ব করছেন দমদম এয়ারপোর্ট এলাকার বাসিন্দা শিল্পী শৈলেশ চ্যাটার্জী। বিশ্বের ৫০টিরও বেশি দেশ থেকে মনোনীত শিল্পীদের সঙ্গে একই মঞ্চে তিনি তুলে ধরবেন বডি পেইন্টিংয়ে তার শৈল্পিক নিদর্শন
advertisement
3/6
চ্যাম্পিয়নশিপের মূল প্রতিযোগিতায় ক্লাসিক বডি পেইন্টিং বিভাগের ব্রাশ এবং স্পঞ্জ ক্যাটাগরিতে অংশ নেবেন শৈলেশ। তাঁর প্রতিযোগিতা থিম- ফ্রিডম ভার্সেস কন্ট্রোল
advertisement
4/6
এই থিমে তিনি তুলে ধরবেন স্বাধীনতা ও নিয়ন্ত্রণের সূক্ষ্ম শৈল্পিক নিদর্শন। যেখানে দেহের ওপর রঙের রেখা জীবন্ত হয়ে উঠবে মানুষের আত্মিক অনুভূতির প্রতীক। তাঁর ক্যানভাস হিসেবে থাকবেন মডেল কস্তুরি দে
advertisement
5/6
শিল্প বিশেষজ্ঞদের মতে, শৈলেশ চ্যাটার্জীর এই আন্তর্জাতিক উপস্থিতি শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং ভারতের বডি পেইন্টিং শিল্পের জন্য এক ঐতিহাসিক অগ্রগতি
advertisement
6/6
এখনও দেশে মূলধারায় পুরোপুরি স্বীকৃতি না পাওয়া এই শিল্পরূপকে বিশ্বমঞ্চে উজ্জ্বলভাবে তুলে ধরছেন বাংলার এই ছেলে। তাঁর এই অংশগ্রহণ ভবিষ্যতের তরুণ শিল্পীদের কাছে তৈরি করবে নতুন অনুপ্রেরণার পথ মনে করছে শিল্প অনুরাগী মহল
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
রং তুলিতে মানবশরীরই যখন ক্যানভাস! বিশ্ব বডি পেইন্টিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধি বাংলার শৈলেশ