TRENDING:

বাংলার হারিয়ে ‌যাওয়া অপূর্ব এই জিনিস বেঁচে রয়েছে 'রেপ্লিকায়'! জানেন এদের কী নাম?

Last Updated:
বাংলার বিখ্যাত নৌকা, নদীমাতৃক এ বাংলায় এই সমস্ত নৌকা একসময় বহু প্রচলিত ছিল, বর্তমানে কোনওটি হারিয়ে গেছে আবার কোনটি হারিয়ে যেতে বসেছে
advertisement
1/6
বাংলার হারিয়ে ‌যাওয়া অপূর্ব এই জিনিস বেঁচে রয়েছে 'রেপ্লিকায়'! জানেন এদের কী নাম?
বাংলার নৌকা! নদীমাতৃক বাংলা, আর বাংলার বিভিন্ন প্রান্তের নদীর প্রকৃতি অনুযায়ী নানা ধরনের নৌকার চল। নদীর প্রকৃতি পরিবর্তন ও কালের নিয়মে এক সময় নদীর বুকে দাপিয়ে বেড়ানো বহু নৌকা হারিয়ে গেছে আবার কিছু নৌকা অস্তিত্ব সংকটে। পানসি, বারকি, ছট, পদ্মা, বেদনাই ডিঙ্গি আরও কত কি নৌকা।
advertisement
2/6
পদ্মাবোট এই নৌকা একটানা কয়েকদিন রাত কাটানোর উপযুক্ত। এই নৌকার মধ্যে ঘর বেলকনি বারান্দা, রান্নাঘর, শৌচালায় সহ প্রায় সবরকম সুবিধা ছিল। আকারে অনেকটাই বড় ও সুদর্শন একটি নৌকা। এই নৌকার অনুকরণের ছোট নৌকায় চড়ে পদ্মা নদী ঘুরে বেড়াতেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেটিকে ' বজরা' বলা হয়।
advertisement
3/6
ছট নৌকা যে নৌকা সে সময়ের উত্তাল রুপনারায়ন নদীর জল কেটে খুব সহজে চলাচল করতে পারতো। নদী থেকে এই নৌকায় করে সমুদ্রে পৌঁছে যাওয়া যেত। এই নৌকা অনেক বেশি মাছ সংগ্রকরে আনার উপযুক্ত ছিল। কয়েক দশক আগে পর্যন্ত হাওড়ার রূপনারায়ন ডিহি মন্ডল ঘাট এলাকায় প্রচুর এই ছট নৌকা চলাচল করত। নদীর চরিত্র বদলের কারণে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন এই ছট নৌকা।
advertisement
4/6
ঐতিহ্যবাহী নৌকার মধ্যে অন্যতম এই চাঁদ নৌকা। অনেকটা অর্ধ চাঁদের মত দেখতে নৌকাটিকে ' চাঁদনৌকা' বলা হয়। এই নৌকা বর্তমান সময়ে বাংলাদেশে দেখা যায়।
advertisement
5/6
লম্বা আকৃতির নৌকা, কাঠের গলুইয়ের উপর সমতল ছাদওয়ালা ঘর থাকে এই নৌকায়। ঘরের দুই মুখ খোলা। একসময় জমিদার ও অভিজাত শ্রেণীর মানুষ পানশি নৌকা বানাতেন নৌবিহারের জন্য। যাযাবর মানুষেরা এই নৌকই ব্যবহার করত।
advertisement
6/6
নদীমাতৃক বাংলায় এক সময় বহু প্রচলিত হলেও বর্তমান সময়ে কোনটি একেবারে নিশ্চিহ্ন হয়েছে আবার কোনোটি অস্তিত্ব সংকটে। এই সমস্ত নৌকা নিয়ে গবেষণা করছেন নৌকা বিশেষজ্ঞ স্বরূপ ভট্টাচার্য। নৌকা বিশেষজ্ঞ হাতে তৈরি বিভিন্ন নৌকার ক্ষুদ্র সংস্করণ।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
বাংলার হারিয়ে ‌যাওয়া অপূর্ব এই জিনিস বেঁচে রয়েছে 'রেপ্লিকায়'! জানেন এদের কী নাম?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল