ছারখার করে দিয়েছিল! সুনামির দাপটে মৃত্যু মিছিল দেখেছিল বিশ্বের বহু দেশ, সেই ১০ ভয়ঙ্কর মহা প্রলয়
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
কিন্তু, এর আগেও সুনামির দাপটে ধ্বংস হয়েছে বহু দেশ। জাপান, ভারত, শ্রীলঙ্কা থেকে নানান দেশ সুনামির দাপটে ধ্বংস হয়েছে।
advertisement
1/13

রাশিয়ার পূর্ব কামচটকা প্রদেশ ৮.৮ ম্যাগনিটিউড ভূমিকম্পে কেঁপে উঠেছে। আর এরপর থেকেই সুনামি সতর্কতা জারি হয়েছে আমেরিকা থেকে জাপানে। ইতিমধ্যেই জাপানের বেশকিছু এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা শুরু হয়েছে।
advertisement
2/13
কিন্তু, এর আগেও সুনামির দাপটে ধ্বংস হয়েছে বহু দেশ। জাপান, ভারত, শ্রীলঙ্কা থেকে নানান দেশ সুনামির দাপটে ধ্বংস হয়ে গিয়েছে।
advertisement
3/13
দেখে নেওয়া যাক সেই ১০ ভয়ঙ্কর মহা প্রলয়ের খুঁটিনাটি
advertisement
4/13
১১ মার্চ ২০১১ তোহকু সুনামি, জাপান- ২০১১ সালের ১১ মার্চ, ৯ ম্যাগনিটিউডের ভূমিকম্পে কেঁপে উঠেছিল সূর্যের দেশ জাপান। ভূমিকম্পের পরেই সুনামির দাপটে চারিদিকে ধ্বংসলীলা শুরু হয়। জাপানের উত্তরপূর্ব দিকে ফুকুশিমা দাইচি পরমাণু কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। এরফলে, পারমাণবিক এবং আর্থিক ভাবে চূড়ান্ত ক্ষতির মুখে পড়ে জাপান।
advertisement
5/13
২৬ ডিসেম্বর ২০০৪, ভারত মহাসাগরীয় ভূমিকম্প২৬ ডিসেম্বর ২০০৪, বড়দিনের উৎসব কাটিয়ে সবে ঘুম ভেঙেছে। এর মধ্যেই ভারত মহাসাগরের ইতিহাসে সবথেকে বড় ভূমিকম্পের সাক্ষী হয় দক্ষিণ-পূর্ব এশিয়া। প্রায় ৯.১ থেকে ৯.৩ ম্যাগনিটিউডের প্রবল ভূমিকম্প হয়। একইসঙ্গে অতিকায় সুনামিতে ধ্বস্ত হয়ে পড়ে ভারত, ইন্দোনেশিয়া,থাইল্যান্ড-সহ একাধিক দেশ। উপকূলবর্তী এলাকা সম্পূর্ণ রূপে ধ্বংস হয়ে যায়।
advertisement
6/13
২৬ ডিসেম্বর ২০০৩ ইরান সুনামিঠিক এক বছর আগে ২৬ ডিসেম্বর ২০০৩ সালে ইরানের বাম অঞ্চলে ৬.৬ ম্যাগনিটিউড ভূমিকম্প দেখা দেয়। এই সুনামির ফলে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় বাম সংলগ্ন এলাকা।
advertisement
7/13
২২ মে ১৯৬০ চিলি ভূমিকম্পভালদিয়া ভূমিকম্প বা 'গ্রেট চিলিয়ান ভূমিকম্প' বলেও পরিচিত। ২২ মে ১৯৬০ সালে ৯.৫ ম্যাগনিটিউডের প্রবল ভূমিকম্প দেখা দেয়। ফলে চিলি এবং সংলগ্ন এলাকায় প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সুনামি দেখা দেয়। এই সুনামির প্রভাব দেখা দেয় হাওয়াই এবং জাপানেও।
advertisement
8/13
৪ নভেম্বর ১৯৫২ কামচাটকা সুনামি ৪ নভেম্বর ১৯৫২ সালে রাশিয়ার কামচাটকা প্রদেশে ৯ ম্যাগনিটিউডের ভূমিকম্প দেখা দেয়। এর ফলে কামচাটকা-সহ প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ এলাকায় সুনামি দেখা দেয়। হাওয়াই দ্বীপপুঞ্জেও প্রবল ক্ষয়ক্ষতি হয়।
advertisement
9/13
১৯০২ মেসিনা ভূমিকম্প২৮ ডিসেম্বর ১৯০২ ৭.১ ম্যাগনিটিউডের ভূমিকম্পে কেঁপে ওঠে ইতালির সিসলির অঞ্চল। এরপরেই সুনামি আছড়ে পড়ে ওই অঞ্চলে। মোট ১ লক্ষ ২৩ হাজার মানুষ মারা যান এই বিপর্যয়ে।
advertisement
10/13
লিসবন ১৭৫৫নভেম্বর ১ ১৭৫৫ সালে সুনামি আছড়ে পড়ে পর্তুগালের লিসবন শহরে। মূলত ৮.৫ থেকে ৯ ম্যাগনিটিউডের প্রবল ভূমিকম্পের পরেই সুনামি আছড়ে পড়ে। আনুমানিক ১০ হাজার থেকে ১ লক্ষ মানুষের মৃত্যু হয়।
advertisement
11/13
সানরিকু সুনামি ১৮৯৬৮.৫ রিখটার স্কেলে জাপানের সানরিকু অঞ্চলে ১৫ জুন ১৮৯৬ সালে আঘাত হানে ভয়াল সুনামি। জাপানের বহু অঞ্চলে এই সুনামি আঘাত হানে। একাধিক মানুষের মৃত্যু হয় এই ঘটনায়।
advertisement
12/13
আরিকা সুনামি ১৮৬৮১৩ অগাস্ট ১৮৬৮ সালে ৮.৫ ম্যাগনিটিউডের ভূমিকম্প দেখা দেয় পেরুর উপকূল অঞ্চলে। পেরু এবং চিলির উপকূল অঞ্চলে সুনামি আঘাত হানে। ফলে চিলিতে সুনামি দেখা দেয়।
advertisement
13/13
ক্যালব্রিয়া সুনামি ১৭৮৩৫ মার্চ ১৭৮৩ ইতালির দক্ষিণ অঞ্চলে দেখা দেয় এই ভূমিকম্প। এর ফলে ৭.৯ মাত্রার ভূমিকম্পের ফলে সুনামি দেখা দেয়। এই সুনামিতে মোট ৫০ হাজার মানুষের মৃত্যু হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ছারখার করে দিয়েছিল! সুনামির দাপটে মৃত্যু মিছিল দেখেছিল বিশ্বের বহু দেশ, সেই ১০ ভয়ঙ্কর মহা প্রলয়