TRENDING:

বিয়ার, হুইস্কি, রাম, ভদকা! ভারতে সবথেকে বেশি বিক্রি হয় কোন মদ? জানলে অবাক হবেন

Last Updated:
Alcohol- এখন বলাই যায়, ভারতের সবচেয়ে জনপ্রিয় মদ হুইস্কি। বিশেষজ্ঞরা বলছেন, এই জনপ্রিয়তা আরও বাড়বে আগামী কয়েক বছরে।
advertisement
1/7
বিয়ার, হুইস্কি, রাম, ভদকা! ভারতে সবথেকে বেশি বিক্রি হয় কোন মদ? জানলে অবাক হবেন
বিয়ার, হুইস্কি, রাম, ভদকা...! মদ্যপানের ক্ষেত্রে একেকজনের একেকরকম পছন্দ। তবে জানেন কি, ভারতে কোন মদের বিক্রি সব থেকে বেশি!
advertisement
2/7
তথ্য বলছে, ভারতে মদের বাজার ক্রমশ বাড়ছে। অর্থাৎ বিভিন্ন রকমের মদের চাহিদা বাড়ছে ভারতে। প্রতি বছর রেকর্ড হারে বাড়ছে মদ্যপায়ীর সংখ্যা।
advertisement
3/7
২০২৪ সালে ভারতে মোট মদ্যপানের পরিমাণ পৌঁছবে প্রায় ৬২১ কোটি লিটারে। বাজারের মূল্য দাঁড়াবে প্রায় ৫৬ হাজার কোটি ডলার। গত চার বছরে এই হার বেড়েছে রেকর্ড হারে।
advertisement
4/7
একটি রিপোর্ট বলছে, ২০২৪ সালে ভারতে মদ্যপানের ৬০ শতাংশেরও বেশি হুইস্কির দখলে। আন্তর্জাতিক বাজারেও ভারতের হুইস্কি দ্রুত জনপ্রিয় হচ্ছে।
advertisement
5/7
২০২৪ সালের প্রথম ছ’মাসে, ভারতের হুইস্কি রফতানি ২৬ শতাংশ বেড়ে প্রায় ৮ কোটি ডলার হয়েছে। ভারতে হুইস্কির বাজার ২০২৩ সালে ২,১১৩ কোটি ডলারের ছিল। ২০২৪ থেকে ২০৩০ সালের মধ্যে এটি ৪.৬১ শতাংশ বার্ষিক হারে বাড়তে পারে।
advertisement
6/7
এখন বলাই যায়, ভারতের সবচেয়ে জনপ্রিয় মদ হুইস্কি। বিশেষজ্ঞরা বলছেন, এই জনপ্রিয়তা আরও বাড়বে আগামী কয়েক বছরে।
advertisement
7/7
ভারতে হুইস্কির পর সব থেকে জনপ্রিয় মদ ভদকা। ভারতে ভদকার বার্ষিক বৃদ্ধির হার ৯.৩৪ শতাংশ।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
বিয়ার, হুইস্কি, রাম, ভদকা! ভারতে সবথেকে বেশি বিক্রি হয় কোন মদ? জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল