TRENDING:

Bank Manager News: 'অনেক হয়েছে, এবার চলুন দেখি...' ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ! যা করেছেন, মানুষের বিশ্বাস উঠে যাবে

Last Updated:
Bank Manager News: আশিস দিল্লির অ্যাক্সিস ব্যাঙ্কের একটি শাখায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। সেই মূলত এই জালিয়াতির পরিকল্পনা করে।
advertisement
1/7
'অনেক হয়েছে, এবার চলুন দেখি...' ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে ধরল পুলিশ!কিন্তু কেন
লার্সন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি) এবং শাংহাই আরবান কনস্ট্রাকশন গ্রুপ (এসইউসিজি) এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৯ কোটি টাকার জালিয়াতির মামলায় দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা অ্যাক্সিস ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সহ দু'জনকে গ্রেফতার করেছে। অভিযুক্তরা হলেন আশিস খান্ডেলওয়াল (৩২) এবং নিতিন বিরমল (৩৬)Representative Image/ AI)।
advertisement
2/7
আশিস দিল্লির অ্যাক্সিস ব্যাঙ্কের একটি শাখায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। সেই মূলত এই জালিয়াতির পরিকল্পনা করে। পরে কোম্পানির অ্যাকাউন্টের নথি প্রতারকদের হাতে তুলে দেয় এবং কোম্পানির অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর এবং ইমেল আইডি পরিবর্তন করতে সাহায্য করে এবং ইন্টারনেট ব্যাংকিং সুবিধাও চালু করিয়ে দেয়।Representative Image/ AI)
advertisement
3/7
অভিযুক্তরা ৯৪ বার লেনদেন করে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৮.৯৪ কোটি টাকা ট্রান্সফার করিয়ে নিয়েছে। পুলিশ তদন্ত করতেই পুরো প্রতারণার বিষয়টি সামনে চলে আসে। অন্যান্য অভিযুক্তদের খোঁজে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। Representative Image/ AI)
advertisement
4/7
অর্থনৈতিক অপরাধ শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার অমরুথা গুগুলোথ জানিয়েছেন, অ্যাক্সিস ব্যাঙ্কের আধচিনি শাখার ব্রাঞ্চ হেড গৌরব শর্মা ৯ কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন। তিনি জানিয়েছেন, এলঅ্যান্ডটি এবং এসইউসিজি যৌথভাবে ব্যাংকে ১০ জানুয়ারি, ২০০৮ তারিখে অ্যাকাউন্ট খুলেছিল। Representative Image/ AI)
advertisement
5/7
এই সময়ের মধ্যে ৭ জুন, ২০২৪ তারিখে কোম্পানির কোনও কর্মচারী অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ফোন নম্বর এবং ইমেল আইডি পরিবর্তনের আবেদন করে। যার পরে নথির ভিত্তিতে তা পরিবর্তন করা হয়। এর পরে জুলাই ২০২৪-এ অ্যাকাউন্টের ইন্টারনেট ব্যাংকিং শুরু করার আবেদন আসে এবং তা শুরু করা হয়। কোম্পানি যখন প্রতারণার কথা জানতে পারে তখন ব্যাংকে অভিযোগ দায়ের করে। Representative Image/ AI)
advertisement
6/7
তদন্তে পুলিশ সিডিআর-এর সাহায্যে জানতে পারে, অ্যাকাউন্টের যে নম্বর পরিবর্তন করা হয়েছিল তা নিতিন বিরমল ডোংরের নামে পুণেতে চলছে। পুলিশের টিমকে সেখানে পাঠানো হয়। জানা যায়, নিতিনের স্ত্রী শ্বেতা ডোংরে অনলাইনে কেনাকাটা করছেন। Representative Image/ AI)
advertisement
7/7
ই-কমার্স কোম্পানি থেকে অভিযুক্তের ঠিকানা নিয়ে সেখান থেকে গ্রেফতার করে। পরে দিল্লির উত্তম নগর থেকে অভিযুক্ত অ্যাসিস্ট্যান্ট ব্যাঙ্ক ম্যানেজারকেও গ্রেফতার করা হয়। Representative Image/ AI)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Bank Manager News: 'অনেক হয়েছে, এবার চলুন দেখি...' ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ! যা করেছেন, মানুষের বিশ্বাস উঠে যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল