তাজমহল দেখতে গিয়ে মাথায় হাত বাংলাদেশি দম্পতির...! 'মানিব্যাগ' কোথায়? যা হল তার পর...অবিশ্বাস্য!
- Published by:Tias Banerjee
Last Updated:
Agra News: বাংলাদেশি দম্পতি মোহাম্মদ নূর মোহসিন ও সুরাইয়া ইয়াসমিন তাজমহল দেখতে গিয়ে আগ্রা রেলওয়ে স্টেশনে পার্স হারান। GRP আসতেই ঘটনা নিয়ে তোলপাড়! কী হয়েছিল, জানলে চমকাবেন।
advertisement
1/7

তাজমহল দেখতে গিয়ে হঠাৎ মনে পড়ল এ কী! মানিব্যাগ কোথায়? খোঁজ খোঁজ রব। মাথায় আকাশ ভেঙে পড়ল বাংলাদেশি দম্পতির। পার্স তো ফেলে এসেছেন স্টেশনেই। তার পর যা হল, চমকে উঠবেন জানলে।
advertisement
2/7
২৬ জানুয়ারি এই অদ্ভুত ঘটনা ঘটে, যখন বাংলাদেশি এক দম্পতি, মোহাম্মদ নূর মোহসিন এবং তাঁর স্ত্রী সুরাইয়া ইয়াসমিন, তাজমহল দেখতে যাওয়ার পর জানতে পারেন যে তাঁদের পার্সটি প্ল্যাটফর্মে হারিয়ে গেছে। এই খবর শোনার পর, দম্পতি দুঃখিত হয়ে GRP পুলিশকে ফোন করেন এবং জানান, তাঁরা বাংলাদেশ সরকারের CJM এবং ADM পদে কর্মরত।
advertisement
3/7
আগ্রা রেলওয়ে স্টেশনে তাঁদের পার্স হারায়। পুরো রেলওয়ে স্টেশনে তোলপাড় শুরু হয় ঘটনা জানাজানির পর। এবং GRP পুলিশ তৎক্ষণাৎ খোঁজ শুরু করে। এক ঘণ্টার মধ্যে সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করে যা দেখা যায়, ভাবতেও পারবেন না।
advertisement
4/7
পার্সটিতে দম্পতির পাসপোর্ট, নগদ টাকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল। তবে সৌভাগ্যের বিষয় এই যে, পার্সটি কোনও চোরের হাতে পড়েনি।
advertisement
5/7
এক যুবক এই পার্স পেয়ে তাঁর কাছে রেখে দিয়েছিলেন, তিনি নিজেও নাকি সেই দম্পতির খোঁজ করছিলেন। যদিও অনুমান, তিনি পুলিশের ভয়েই পার্স ফেরত দিয়ে থাকবেন।
advertisement
6/7
এক ঘণ্টার মধ্যে পুলিশ এই যুবকের হদিস পায়। পার্সটি ফিরে পেয়ে দম্পতি ইউপি সরকার ও আগ্রা GRP পুলিশকে ধন্যবাদ জানান।
advertisement
7/7
GRP পুলিশের SP অভিষেক ভার্মা পুরো ঘটনা জানিয়ে বলেন, '২৬ জানুয়ারি সন্ধ্যায় পুলিশ একটি তথ্য পায় যে দম্পতির পার্সটি রেলওয়ে স্টেশন থেকে চুরি হয়ে গেছে। তৎক্ষণাৎ পুলিশ খোঁজ শুরু করে এবং এক ঘণ্টার মধ্যে পার্সটি উদ্ধার করে তাঁদের হাতে তুলে দেয়।'
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
তাজমহল দেখতে গিয়ে মাথায় হাত বাংলাদেশি দম্পতির...! 'মানিব্যাগ' কোথায়? যা হল তার পর...অবিশ্বাস্য!