Bangladesh News: মাছের মেলায় হাড্ডাহাড্ডি লড়াই জামাই-শ্বশুরের! জিতলেন কে? দেখুন!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Bangladesh News: এই মেলায় সামুদ্রিক চিতল, বাঘাড়, আইড়, বোয়াল, কালী বাউশ, পাবদা, গুলসা, গলদা চিংড়ি, বাইম, কাইকলা, রূপচাঁদা মাছের পাশাপাশি স্থান পেয়েছিল নানা রকমের দেশি মাছও।
advertisement
1/7

প্রতিবছর পৌষ মাসের শেষ দিনে আড়াইশ বছরের পুরনো মাছের মেলার আয়োজন করা হয় বাংলাদেশের এই গ্রামে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ত্রিমোহনার এই বিনিরাইল গ্রামে ফি বছরই মাছ কিনতে ভিড় জমায় দূর-দূরান্ত থেকে আগত শ্বশুর ও জামাইরা ও উৎসুক জনতা। চলে মাছের দাম নিয়ে নানা হাক ডাক। সবমিলিয়ে জমজমাট হয়ে ওঠে মেলার পরিবেশ।
advertisement
2/7
গত শুক্রবার এই মেলায় সবচেয়ে বেশি নজর কাড়ে বিশাল আকৃতির এক বাঘা আইড় মাছ। বিক্রেতা ৪০ কেজি ওজনের এ মাছের দাম হাঁকেন ৬৫ হাজার টাকা। ক্রেতাদের মধ্যে স্থানীয় কাপাইশ এলাকার জামাই মোহাম্মদ হোসেন আলি মাছটির দাম সর্বোচ্চ ৪৫ হাজার টাকা ডাক দেন। কিন্তু আরও বেশি দাম পাবার আশায় মাছটি ছাড়তে নারাজ বিক্রেতা। এই নিয়েই শুরু হয় তুমুল দর কষাকষি। উৎসুক জনতা ভিড় জমিয়েছিলেন দুর্মূল্য এই মাছটিকে একবার চোখের দেখা দেখার জন্য।
advertisement
3/7
জনপ্রিয় এই মাছের মেলাকে ঘিরে আশে পাশের কয়েক জেলায় শুক্রবার দিনভর চলে আনন্দ-উৎসব। মূলত এটা জামাই মেলা বলেই আখ্যা দেওয়া হয়। কিন্তু সবাই এটাকে বলে মাছের মেলা। আর এই দিনটিকে ঘিরেই এখানে পৌষ উৎসবে মেতে ওঠেন আশেপাশের এলাকার মানুষ। এ দিনটির জন্য সারাটি বছর অপেক্ষায় থাকেন স্থানীয়রা।
advertisement
4/7
আসলে আদতে এটা মাছের মেলা হলেও, এখানে চলে এলাকার জামাইদের মাছ-সহ সবকিছু বড় সাইজের কেনার এক অভূতপূর্ব মজাদার প্রতিযোগিতা। বিনিরাইল এবং এর আশপাশের গ্রামে যারা বিয়ে করেছেন, সে সমস্ত জামাইরা হচ্ছে ওই মেলার মূল ক্রেতা ও দর্শণার্থী। তাছাড়া এই মেলাকে ঘিরে এলাকার শ্বশুরদের মধ্যেও চলে এক নীরব প্রতিযোগিতা।
advertisement
5/7
একটা মাছের ওজনই ১ কুইন্টাল ৫৯ কেজি। অর্থাৎ, প্রায় ১৬০ কেজি। আর সেই মাছটি জালে উঠতে চক্ষু চড়কগাছ মৎসজীবীদের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সাগর দ্বীপের মহিষমারীতে।
advertisement
6/7
মাছের এই মেলায় সামুদ্রিক চিতল, বাঘাড়, আইড়, বোয়াল, কালী বাউশ, পাবদা, গুলসা, গলদা চিংড়ি, বাইম, কাইকলা, রূপচাঁদা মাছের পাশাপাশি স্থান পেয়েছিল নানা রকমের দেশি মাছও।
advertisement
7/7
স্থানীয় বড় মাছ ব্যবসায়ীরা সপ্তাহ খানেক ধরে বড় বড় মাছ সংগ্রহ করে থাকেন। সেই অনুযায়ী মাছের দামও হাঁকানো হয়। আর শেষমেশ কোন জামাই সবথেকে দামি মাছটি কেনেন সেই নিয়ে চলে জোরদার প্রতিযোগিতা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Bangladesh News: মাছের মেলায় হাড্ডাহাড্ডি লড়াই জামাই-শ্বশুরের! জিতলেন কে? দেখুন!