Bangladesh: শেখ হাসিনা দেশ ছাড়ার পরই ১৩ বছর পর বাংলাদেশে কে ফিরল! তোলপাড় ঢাকা, মাথায় হাত অনেকেরই
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bangladesh: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে করা মিথ্যা মামলায় খালাস পেয়ে দীর্ঘ ১৩ বছরের প্রবাসজীবনের ইতি টেনে দেশে ফিরলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
advertisement
1/6

দীর্ঘ ১৩ বছর পর বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। শনিবার বেলা ১১টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
advertisement
2/6
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে করা মিথ্যা মামলায় খালাস পেয়ে দীর্ঘ ১৩ বছরের প্রবাসজীবনের ইতি টেনে দেশে ফিরলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ মুরাদনগর আসন থেকে পাঁচ পাঁচবারের নির্বাচিত প্রাক্তন সংসদ সদস্য।
advertisement
3/6
২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও এফবিসিসিআইয়ের সাবেক দুবারের সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুনকে ১ লাখ ৭ হাজার ৫১১ ভোটে পরাজিত করেছিলেন তিনি।
advertisement
4/6
বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাতে দাবি করা হয়েছে, প্রবীণ এই বিএনপি নেতাকে স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে ভিড় জমায় অসংখ্য মানুষ।
advertisement
5/6
জানা গিয়েছে, শনিবার সৌদি আরব থেকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা পৌঁছন তিনি। স্বদেশে ফিরেই দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে গিয়ে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন কায়কোবাদ।
advertisement
6/6
বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, সেদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কায়কোবাদের বিরুদ্ধে মিথ্য়া মামলা রুজু করা হয়েছিল। তার ফলে দেশ ছাড়তে হয় তাঁকে। কিন্তু, হাসিনা সরকারের পতনের পর সবকিছুই বদলাতে শুরু করেছে। কায়কোবাদও তাঁর বিরুদ্ধে চলা সমস্ত মামলা থেকে অব্য়াহতি পেয়েছেন। আর সেই কারণেই ১৩ বছর পর দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Bangladesh: শেখ হাসিনা দেশ ছাড়ার পরই ১৩ বছর পর বাংলাদেশে কে ফিরল! তোলপাড় ঢাকা, মাথায় হাত অনেকেরই