TRENDING:

Bangladesh News: ঘুম উড়ে গেল ইউনূসের! খালেদার বাড়িতে কে এমন গেলেন! বাংলাদেশে কি ফের পালাবদল! চাপ বাড়বে ভারতের?

Last Updated:
Bangladesh News: বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান।
advertisement
1/6
ঘুম উড়ে গেল ইউনূসের! খালেদার বাড়িতে কে এমন গেলেন! বাংলাদেশে কি ফের পালাবদল!
বাংলাদেশে কি শুরু হয়ে গেল পালাবদলের হিসেবনিকেশ? অন্তত তেমনই ইঙ্গিত মিলতে শুরু করেছে। বিএনপি-র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর গুলশানের বাসভবনে গিয়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
advertisement
2/6
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান। তিনি প্রায় ৪০ মিনিটের মতো সেখানে ছিলেন। বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের বাসভবনে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে আসেন সেনাপ্রধান।
advertisement
3/6
তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর সেনাপ্রধানকে স্বাগত জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনা করেছেন সেনাপ্রধান। সেনাপ্রধানের সঙ্গে তার সহধর্মিণীও এসেছিলেন বলে খবর।
advertisement
4/6
এদিকে, বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চলছে বলে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেছিলেন গত সপ্তাহে। এ প্রসঙ্গে খালেদা-পুত্র তথা দলের কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘‘দেশে প্রয়োজনে নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে। এটি গণতান্ত্রিক রীতি।’’
advertisement
5/6
বিএনপির ছাত্রশাখা জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় লন্ডননিবাসী তারেক ভার্চুয়াল বক্তৃতা করেন। সেখানে তিনি বলেন, ‘‘রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে বিএনপি সব গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায়। বিএনপি তার জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সব পরিস্থিতিতে সব সময় বহু দল এবং বহুমতের চর্চার পক্ষে।’’ সেই সঙ্গে বাংলাদেশের নয়া নির্বাচন কমিশনের প্রতি আস্থা জানিয়ে তিনি বলেন, ‘‘কমিশন তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করবে, এই বিশ্বাস রাখুন।’’
advertisement
6/6
প্রসঙ্গত, বিএনপি নেতা রিজভি আশঙ্কা প্রকাশ করেছিলেন, পরবর্তী নির্বাচনে গোয়েন্দা মদতে গঠিত হতে চলা নতুন দলকে ক্ষমতায় আনার জন্য কারচুপি হতে পারে। গত বৃহস্পতিবার একটি কর্মসূচিতে তিনি বলেন, ‘‘কারা নির্বাচিত হবেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয়, তা হলে এ আত্মত্যাগের কী দাম থাকবে!’’ সরাসরি কোনও নাম না করলেও রিজভির নিশানায় ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বলেই সে দেশের সংবাদমাধ্যমের একাংশ জানাচ্ছে। কারণ, ওই কর্মসূচিতেই তিনি বলেছেন, ‘‘বিএনপিকে ভাঙার জন্য এ সরকারের ভেতরে ক্ষীণ প্রচেষ্টা কাজ করছে কি না, তা নিয়ে জনগণের ভেতরে সন্দেহ দেখা দিয়েছে।’’ যদিও তারেক কার্যত সব আশঙ্কা খারিজ করে দিলেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Bangladesh News: ঘুম উড়ে গেল ইউনূসের! খালেদার বাড়িতে কে এমন গেলেন! বাংলাদেশে কি ফের পালাবদল! চাপ বাড়বে ভারতের?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল