TRENDING:

Bangla News: চাঁদে মানুষ থেকে গান্ধিহত্যা! সব কিছুর 'প্রমাণ' রয়েছে বাঁকুড়ায়, দেখলে চমকে যাবেন 

Last Updated:
Bangla News: গান্ধিহত্যা থেকে শুরু করে চাঁদে মানুষ এবং কবিগুরুর মৃত্যুদিন সবারই 'আসল' তথ্য বাঁকুড়াতে রয়েছে। দেখলে চমকে যাবেন...
advertisement
1/6
চাঁদে মানুষ থেকে গান্ধিহত্যা! সব কিছুর 'প্রমাণ' রয়েছে বাঁকুড়ায়, দেখলে চমকাবেন
চাঁদে মানুষের পা রাখা থেকে শুরু করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ এবং জাতির পিতা মহাত্মা গান্ধীর নাথুরাম গডসের হাতে "অ্যাসাসিনেশন" সঙ্গে জার্মানির দ্বিতীয় বিশ্বযুদ্ধে সারেন্ডার।
advertisement
2/6
বাঁকুড়ার পশ্চিমরাঢ় ইতিহাস সংস্কৃতি চর্চা কেন্দ্রতে পেয়ে যাবেন খবরের কাগজের এই "এক্সক্লুসিভ কালেকশন"।
advertisement
3/6
পৃথিবীর মুখ্য হিস্টোরিকাল ইভেন্টগুলির গল্প খুঁজে পাবেন বাঁকুড়াতে। বাঁকুড়ার বুকে এই প্রতিটি চমকপ্রদ এবং ঐতিহ্যবাহী ঐতিহাসিক ঘটনাগুলির একদম খাঁটি অর্থাৎ অরিজিনাল সংবাদপত্রের কপি পেয়ে যাবেন তৎকালীন সময়ের।
advertisement
4/6
যেমন ধরুন ১৯৬৯ সালের জুলাই মাসের মানবজাতির মহাকাশ অভিযানের অন্যতম স্বর্ণ মুহুর্ত এডউইন অলড্রিন এবং নিল আর্মস্ট্রংয়ের চাঁদে পা রাখার ঘটনা।
advertisement
5/6
কাগজগুলি এত পুরানো যে একটা সোনালি রং চলে এসেছে। হাত দিলে গুঁড়িয়ে যাবে। এরকম অবস্থায় এই কাগজগুলি সংগ্রহ করে রাখা রয়েছে বাঁকুড়ার বুকে মিউজিয়ামে।
advertisement
6/6
মিউজিয়ামের এই খবরের কাগজের কালেকশন, আপনার ভিতরের ইতিহাস প্রেমিক কিংবা সাংবাদিককে জাগিয়ে তুলবে। আর প্রাপ্তবয়স্করা খুঁজে পাবেন পুরানো দিনের কৌতুক।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Bangla News: চাঁদে মানুষ থেকে গান্ধিহত্যা! সব কিছুর 'প্রমাণ' রয়েছে বাঁকুড়ায়, দেখলে চমকে যাবেন 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল