Bangla News: চাঁদে মানুষ থেকে গান্ধিহত্যা! সব কিছুর 'প্রমাণ' রয়েছে বাঁকুড়ায়, দেখলে চমকে যাবেন
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Bangla News: গান্ধিহত্যা থেকে শুরু করে চাঁদে মানুষ এবং কবিগুরুর মৃত্যুদিন সবারই 'আসল' তথ্য বাঁকুড়াতে রয়েছে। দেখলে চমকে যাবেন...
advertisement
1/6

চাঁদে মানুষের পা রাখা থেকে শুরু করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ এবং জাতির পিতা মহাত্মা গান্ধীর নাথুরাম গডসের হাতে "অ্যাসাসিনেশন" সঙ্গে জার্মানির দ্বিতীয় বিশ্বযুদ্ধে সারেন্ডার।
advertisement
2/6
বাঁকুড়ার পশ্চিমরাঢ় ইতিহাস সংস্কৃতি চর্চা কেন্দ্রতে পেয়ে যাবেন খবরের কাগজের এই "এক্সক্লুসিভ কালেকশন"।
advertisement
3/6
পৃথিবীর মুখ্য হিস্টোরিকাল ইভেন্টগুলির গল্প খুঁজে পাবেন বাঁকুড়াতে। বাঁকুড়ার বুকে এই প্রতিটি চমকপ্রদ এবং ঐতিহ্যবাহী ঐতিহাসিক ঘটনাগুলির একদম খাঁটি অর্থাৎ অরিজিনাল সংবাদপত্রের কপি পেয়ে যাবেন তৎকালীন সময়ের।
advertisement
4/6
যেমন ধরুন ১৯৬৯ সালের জুলাই মাসের মানবজাতির মহাকাশ অভিযানের অন্যতম স্বর্ণ মুহুর্ত এডউইন অলড্রিন এবং নিল আর্মস্ট্রংয়ের চাঁদে পা রাখার ঘটনা।
advertisement
5/6
কাগজগুলি এত পুরানো যে একটা সোনালি রং চলে এসেছে। হাত দিলে গুঁড়িয়ে যাবে। এরকম অবস্থায় এই কাগজগুলি সংগ্রহ করে রাখা রয়েছে বাঁকুড়ার বুকে মিউজিয়ামে।
advertisement
6/6
মিউজিয়ামের এই খবরের কাগজের কালেকশন, আপনার ভিতরের ইতিহাস প্রেমিক কিংবা সাংবাদিককে জাগিয়ে তুলবে। আর প্রাপ্তবয়স্করা খুঁজে পাবেন পুরানো দিনের কৌতুক।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Bangla News: চাঁদে মানুষ থেকে গান্ধিহত্যা! সব কিছুর 'প্রমাণ' রয়েছে বাঁকুড়ায়, দেখলে চমকে যাবেন