Bag Checking at School: 'ব্যাগে তল্লাশি চালানো হবে', ক্লাস ৮-৯-এর ছাত্রদের ব্যাগ থেকে যা যা উদ্ধার হল ভাবতে পারবেন না! শেষে পুলিশ ডাকতে হল, কোথায়?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Bag Checking at School: স্কুলে আচমকাই ব্যাগে তল্লাশি চালান শিক্ষকেরা। ছাত্রদের ব্যাগ থেকে উদ্ধার হয়েছে যা ভাবতে পারবেন না। কোথায় ঘটেছে এমন জানেন?
advertisement
1/9

স্কুলে পড়ুয়াদের ব্যাগে আচমকা তল্লাশি চালিয়ে হতবাক শিক্ষক-শিক্ষিকারা। এসব কী রাখা ছাত্রদের ব্যাগে?(ছবি-- এআই)
advertisement
2/9
ব্যাগ থেকে যা উদ্ধার হয়েছে জানলে আপনার মাথা ঘুরে যাবে। কোথায় ঘটেছে এমন জানেন? (ছবি-- এআই)
advertisement
3/9
স্কুলে আচমকাই ব্যাগে তল্লাশি চালান শিক্ষকেরা। ছাত্রদের ব্যাগ থেকে উদ্ধার হয়েছে যা ভাবতে পারবেন না। এই উদ্ধারের পরই উদ্বেগ ছড়িয়েছে। (ছবি-- এআই)
advertisement
4/9
ঘটনাটি ঘটেছে নাসিকের ঘোটির একটি বেসরকারি স্কুলে। হঠাৎ কেন স্কুলের পড়ুয়াদের ব্যাগে তল্লাশি চালানো হল? (ছবি-- এআই)
advertisement
5/9
জানা গিয়েছে, অস্বাভাবিক চুলের স্টাইলের জন্য কয়েকজন ছাত্রকে নজরে রাখা হয়েছিল। তাদের ব্যাগেই শিক্ষকরা তল্লাশি চালান। (ছবি-- এআই)
advertisement
6/9
সাংবাদিক রাজ মাজি X (আগের ট্যুইটারে) ভিডিওটি শেয়ার করেছেন, একটি টেবিলে রাখা বাজেয়াপ্ত জিনিসপত্র দেখা গিয়েছে তাতে। বাজেয়াপ্ত জিনিসের মধ্যে ছিল পিতলের নাকল, কন্ডোম, একটি ছুরি, একটি সাইকেলের চেন এবং পোকেমন কার্ডের স্তুপ। (ছবি সৌজন্যে রাজ মাজি, এক্স হ্যান্ডেল)
advertisement
7/9
"মহারাষ্ট্রের নাসিকে একটি চমকপ্রদ ঘটনা প্রকাশ পেয়েছে। ইগাতপুরী তালুকের ঘোটিতে একটি বেসরকারি স্কুলে, শিক্ষকরা ছাত্রদের ব্যাগে ছুরি, তাস, কনডোম এবং সাইকেলের চেন-সহ উদ্বেগজনক জিনিস পাওয়া গিয়েছে", রাজ লিখেছেন। (ছবি-- এআই)
advertisement
8/9
ক্লাস এইট ও নাইনের ছাত্রদের ব্যাগে জিনিসগুলি পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, শিক্ষার্থীদের কাছ থেকে মাদকদ্রব্যও বাজেয়াপ্ত করা হয়েছে। কয়েকজন শিক্ষক সন্দেহ করেন যে, কয়েকজন শিক্ষার্থী মাদকের প্রভাবে থাকতে পারে। (ছবি-- এআই)
advertisement
9/9
স্কুল প্রাঙ্গনেই মাদক নিচ্ছে ছাত্ররা এমন আশঙ্কা থেকেই তল্লাশি চালানো হয়। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। তদন্ত শুরু করা হয়েছে। (ছবি-- এআই)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Bag Checking at School: 'ব্যাগে তল্লাশি চালানো হবে', ক্লাস ৮-৯-এর ছাত্রদের ব্যাগ থেকে যা যা উদ্ধার হল ভাবতে পারবেন না! শেষে পুলিশ ডাকতে হল, কোথায়?