বাদাম কাকু আকাশ থেকে মাটিতে! রোজগার শূন্য, সংসারে অভাব, এই সুন্দরীর সাহায্য চান
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Badam Kaku: বাদাম কাকুর অবস্থা খারাপ! সংসার চলছে না। চাইছেন এই সুন্দরীর সাহায্য।
advertisement
1/6

কাঁচা বাদাম গানের স্রষ্টা তিনি। একসময় তাঁর গান ভাইরাল হয়েছিল। দুহাতে অর্থ উপার্জন করেছিলেন ভুবন বাদ্যকার। এখন তাঁর রোজগার নেই। তিনি জানিয়েছিলেন, তাঁর ছেলে থানায় কাজ পেয়েছেন। ছেলের মাইনের টাকা দিয়েই এখন কোনওমতে সংসার চলছে।
advertisement
2/6
একসময় সেলেব্রিটি হয়ে যাওয়া ভুবন বাদ্যকার এখন লোকচক্ষুর আড়ালে আর্থিক কষ্টে দিন কাটাচ্ছেন। তিনি জানিয়েছেন, এখন তাঁর কোনও রোজগার নেই।
advertisement
3/6
ভুবন বাদ্যকার জানিয়েছিলেন. গোপাল নামের এক ব্যক্তি তাঁকে ঠকিয়েছেন। সেই ব্যক্তি তাঁকে তিন লাখ দিয়ে বলেন, কাঁচা বাদাম গানটি তিনি তাঁর চ্যানেলে চালাবেন। ভুবন বাদ্যকার টাকা নিয়ে কয়েকটি কাগজে সই করেন। পরে জানতে পারেন, তিন লাখ টাকা দিয়ে ওই ব্যক্তি তাঁর গানের কপিরাইট কিনে নিয়েছে।
advertisement
4/6
খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি। তবে সেই খ্যাতি ধরে রাখতে পারলেন না ভুবন বাদ্যকার। শেষমেশ আবার অভাব অনটন তাঁর নিত্যসঙ্গী হল। এখন ভুবন বাদ্যকার কামব্যাক করতে চান। আর তার জন্য তিনি অঞ্জলি অরোরার সাহায্য চান।
advertisement
5/6
সম্প্রতি এক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ভুবন জানিয়েছেন, তাঁর গানে রিলস বানিয়ে অঞ্জলি অরোরা জনপ্রিয় হয়েছেন। অথচ তিনি কিছু পাননি। এবার তিনি অঞ্জলির কাছে সাহায্য চাইবেন।
advertisement
6/6
বাড়ি তৈরি শুরু করেছিলেন ভুবন। টাকার অভাবে কাজ শেষ করতে পারেননি। সংসারে এখন অনটন লেগে রয়েছে। ভুবন বাদ্যকার তাই নতুন বছরে আবার আগের মতো উপার্জন করতে চাইছেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
বাদাম কাকু আকাশ থেকে মাটিতে! রোজগার শূন্য, সংসারে অভাব, এই সুন্দরীর সাহায্য চান