Baby Names: হতে পারে জেল-জরিমানা! বিশ্বজুড়ে শিশুদের এই নামগুলি রাখা বেআইনি-নিষিদ্ধ, সাবধান! কোন কোন নাম জানেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Baby Names: দেখে নিন এক ঝলকে তালিকায় রয়েছে শিশুর এমন কোন কোন নাম? তথ্য অনুযায়ী, ৬টি নাম রয়েছে যা বিভিন্ন দেশে নিষিদ্ধ। জানুন
advertisement
1/9

সন্তানের নামকরণ অভিভাবকদের কাছে খুবই প্রিয় একটি ব্যাপার। সন্তানসম্ভবা হওয়ার পর থেকেই আসন্ন শিশুর নাম নিয়ে পড়াশোনা শুরু হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন শিশুর কয়েকটি নাম রাখা বিশ্বজুড়ে বেআইনি? (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/9
নাম রাখা নিয়ে এমন আইনের নিদানের কথা শুনলে স্বাভাবিক ভাবেই সকলের চোখ কপালে উঠবে। তবে বিশ্বের বিভিন্ন দেশে কয়েকটি নাম রাখা একেবারে বেআইনি।
advertisement
3/9
দেখে নিন এক ঝলকে তালিকায় রয়েছে এমন কোন কোন নাম? গুগল থেকে পাওয়া তথ্য অনুযায়ী এমন ৬টি নাম রয়েছে যা বিভিন্ন দেশে নিষিদ্ধ।
advertisement
4/9
অ্যাডল্ফ হিটলার নামটি জার্মানি, মালয়শিয়া ও মেক্সিকোতে শিশুর নামকরণের ক্ষেত্রে বেআইনি।
advertisement
5/9
জাপানে কোনও শিশুর নাম অনুমা রাখা নিষিদ্ধ কারণ এর অর্থ শয়তান।
advertisement
6/9
অনল নামটি নিউ জিল্যান্ডে রাখা নিষিদ্ধ, সেখানে এর অর্থ অশ্লীল।
advertisement
7/9
চাও তাও নামটি রাখা যাবে না মালয়শিয়ায়, এর অর্থ দুর্গন্ধ মাথা।
advertisement
8/9
সৌদি আরবে অমির নামটি রাখা যায় না, এর সঙ্গে রাজকীয়তার যোগ রয়েছে বলে।
advertisement
9/9
ইউকে-তে কোনও শিশুর নামকরণ সায়ানাইড করা যায় না। এটি বিষের নাম তাই। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Baby Names: হতে পারে জেল-জরিমানা! বিশ্বজুড়ে শিশুদের এই নামগুলি রাখা বেআইনি-নিষিদ্ধ, সাবধান! কোন কোন নাম জানেন?