Baba Vanga: কী ভাবে মারা যাবেন পুতিন? আয়ুই বা আর কতদিন, বলে গিয়েছেন বাবা ভাঙ্গা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
কে এই বাবা ভাঙ্গা? শোনা যায় ১৯১১ সালে বুলগেরিয়ার পান্ডেভা দিমিত্রোভা জন্মগ্রহণ করেছিলেন৷ ১২ বছর বয়সে বিশাল ঝড়ে রহস্যজনকভাবে তাঁর দৃষ্টিশক্তি হারান। ওই ঝড়ের পরে বহু দিন নিখোঁজ ছিলেন৷ পরে অনেক খোঁজাখুঁজির পরে তাঁর পরিবারের সদস্যেরা যখন তাঁকে খুঁজে পান, তখন, তিনি তাঁদের তাঁর প্রথম ভবিষ্যৎ দর্শনের কথা বলেন৷ ১৯৯৬ সালেই অবশ্য তিনি মারা গিয়েছেন৷ তবে তাঁর বলে যাওয়ারর কথা ফলে গিয়েছে বিভিন্ন সময়ে৷
advertisement
1/8

প্রিন্সেস ডায়ানার মৃত্যু মিলিয়ে দিয়েছিলেন৷ মিলিয়ে দিয়েছিলেন ৯/ ১১ এ নিউ ইয়র্কে সন্ত্রাসবাদী হামলা৷ এমনকি, চেরনোবিল বিপর্যয় এবং ব্রেক্সিটের মতো আন্তর্জাতিক বিষয় নিয়েও যা বলেছিলেন, অলৌকিক ভাবে মিলে গিয়েছে সব৷ রাশির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিয়েও ভবিষ্যৎ বাণী রয়েছে বাবা ভাঙ্গার৷ কী বলেছেন তিনি, জানেন?
advertisement
2/8
কে এই বাবা ভাঙ্গা? শোনা যায় ১৯১১ সালে বুলগেরিয়ার পান্ডেভা দিমিত্রোভা জন্মগ্রহণ করেছিলেন৷ ১২ বছর বয়সে বিশাল ঝড়ে রহস্যজনকভাবে তাঁর দৃষ্টিশক্তি হারান। ওই ঝড়ের পরে বহু দিন নিখোঁজ ছিলেন৷ পরে অনেক খোঁজাখুঁজির পরে তাঁর পরিবারের সদস্যেরা যখন তাঁকে খুঁজে পান, তখন, তিনি তাঁদের তাঁর প্রথম ভবিষ্যৎ দর্শনের কথা বলেন৷ ১৯৯৬ সালেই অবশ্য তিনি মারা গিয়েছেন৷ তবে তাঁর বলে যাওয়ারর কথা ফলে গিয়েছে বিভিন্ন সময়ে৷
advertisement
3/8
তারপর থেকে নাকি অদ্ভুতভাবে মিলে গিয়েছে বাবা ভাঙ্গার প্রচুর ভবিষ্যৎবাণী৷ বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী বলছে, আগামী বছর বায়ো ওয়েপন অর্থাৎ, জৈব অস্ত্র পরীক্ষা করবে অথবা প্রয়োগ করবে কোনও এক ‘বড়’ দেশ৷
advertisement
4/8
বাবা ভঙ্গার ভবিষ্যৎবাণী অনুযায়ী, আগামী বছর ভয়ঙ্কর ভাবে বৃদ্ধি পাবে সাইবার ক্রাইমের ঘটনা৷ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, জল পরিশোধন কেন্দ্রের মতো জায়গাকে টার্গেট করবে তারা৷ প্রশাসনের চূড়ান্ত মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে সাইবার ক্রাইম৷
advertisement
5/8
পৃথিবীজুড়ে ভয়ঙ্কর ভাবে বেড়ে যাবে ঝড়-বৃষ্টি বন্যার সংখ্যা৷ বহু মানুষের মৃত্যু হবে৷ প্রভাব পড়বে চাষবাষ থেকে শুরু করে শিল্পে৷
advertisement
6/8
বিশাল এক অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়বে বিশ্ব৷ ভেঙে পড়ার মুখে পৌঁছবে বিশ্ব অর্থনীতি৷ বিভিন্ন দেশের উপরে ক্রমবর্ধমান ঋণের বোঝা, বিশ্বজুড়ে রাজনৈতিক পরিস্থিতির জন্যই এই সঙ্কট দেখা দেবে বলে জানিয়েছেন বাবা ভঙ্গা৷
advertisement
7/8
বাবা ভঙ্গার ভবিষ্যৎবাণী অনুযায়ী, আগামী বছর, অর্থাৎ, ২০২৪ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপরে প্রাণঘাতী হামলা চালাবেন রাশিয়ার এক জনৈক ব্যক্তি৷ তার পরিণাম কী হবে, তা অবশ্য জানা যায়নি৷ তবে শুধু খারাপ কথাই নয়, ভাল কথাও নিজের ভবিষ্যৎবাণীতে জানিয়েছেন বাবা ভাঙ্গা৷
advertisement
8/8
২০২৪ সালে ক্যানসার এবং অ্যালঝাইমার্সেরক মতো অসুখের ওষুধ আবিষ্কার হবে বলে ভবিষ্যৎদ্বাণী করেছেন বাবা-ভাঙ্গা৷ কোয়ান্টাম কম্পিউটিংয়ের বড় ধরনের সাফল্য আসবে বলেও জানিয়েছেন বাবা ভাঙ্গা৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Baba Vanga: কী ভাবে মারা যাবেন পুতিন? আয়ুই বা আর কতদিন, বলে গিয়েছেন বাবা ভাঙ্গা