TRENDING:

প্রতিদিন বাবা লোকনাথের পুজোতেই কাটবে এই সকল বাধা বিপত্তি

Last Updated:
advertisement
1/6
প্রতিদিন বাবা লোকনাথের পুজোতেই কাটবে এই সকল বাধা বিপত্তি
বাবা লোকনাথ স্বয়ং সাক্ষাৎ ভগবান শিবের রূপ, প্রতিদিন বাবার পুজো করলে কেটে যাবে সকল বাধা বিপত্তি ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
2/6
প্রতিদিন বাবার পুজো করল মিলবে জীবনের অনেক অজানা বাধা বিপত্তি ক্ষয়ক্ষতি ৷ প্রতিদিন অল্প ফুল, মিষ্টি, দিয়ে বাবার পুজো করলে তিনি সন্তুষ্ট হয়ে থাকেন অতি সহজেই ৷ তবে মিষ্টির মধ্যে অমৃতি, মিছরি থাকলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়েই থাকেন ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
3/6
বাবা লোকনাথের কৃপায় জীবনে অনেক কঠিন থেকে কঠিনতর কাজ হয়েছে সহজ মুশকিল হয়েছে আসান ৷ মিটেছে আর্থিক অভাব ৷ বাবা বলেছেন রণে, বনে, জলে, জঙ্গলে যেখানে বিপদে পড়বে সেখানেই স্মরণ করিও আমি রক্ষা করিব ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
4/6
জীবনের যেকোনও সমস্যায় সব সময়েই বাবা লোকনাথ রক্ষা করে থাকেন তাঁর ভক্তদের আসুমদ্র হিমাচল বাবার ব্যাপ্তি ৷ লেখাপড়া থেকে আর্থিক উন্নতি, স্বামী-স্ত্রীর জটিল সম্পর্ক থেকে সম্পর্কের জটিলতা শুধুমাত্র বাবার নামেই সব জয় করা সম্ভব হয়ে থাকে বাবা লোকনাথের কৃপায় অনেক বেঘর পেয়েছে ঘর ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
5/6
বাবা লোকনাথ স্বয়ং মহাদেব, বিষ্ণুর অবতার বলে অনেকেই মনে করে থাকেন ৷ বাবার মঙ্গলময় নামে নিমেষেই কেটে যায় সব রকমের অভাব অভিযোগ ৷ সব সময়ে বাবার চিন্তা যদি মনের কোণে থাকে বাঁচা যেতে পারে অনেক অভাব অভিযোগ থেকে ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
6/6
সকাল, সন্ধ্যায় বাবার মধুর নাম নিলে সংসারের সব মুশকিল কেটে যাবে ৷ সংসারে হয়ে উঠবে ক্রমশই তীর্থক্ষেত্র ৷ জীবনের নতুন অজানা দিক পরিস্ফূট হয়ে জীবন হয়ে উঠবে সুন্দর ৷ সংগৃহীত ছবি ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
প্রতিদিন বাবা লোকনাথের পুজোতেই কাটবে এই সকল বাধা বিপত্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল