ভাত, নুন আর দুধ হাত থেকে মাটিতে পড়লেই সংসারের ঘোর অমঙ্গল! জানুন এখনই
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Astrology Tips: নির্দিষ্ট ভিত্তি না থাকলেও বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। সেরকমই প্রচলিত রীতি হল খাবার নষ্ট করলে সংসারের অমঙ্গল হয়।
advertisement
1/8

প্রচলিত এমন অনেক রীতি নীতি ও বিশ্বাস আছে, যা নিয়ে নির্দিষ্ট ভিত্তি না থাকলেও বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। সেরকমই প্রচলিত রীতি হল খাবার নষ্ট করলে সংসারের অমঙ্গল হয়।
advertisement
2/8
অনেক সময়েই প্রবীণরা বলেন খাবার নষ্ট করা ঠিক নয়। এর সঙ্গে যেমন অপচয় ও সাশ্রয়ের প্রশ্ন জুড়ে থাকে। ঠিক তেমনই জ্যোতিষের প্রসঙ্গও এসে পড়ে।
advertisement
3/8
বাস্তুশাস্ত্র অনুযায়ী, হাত থেকে দুধ পড়ে গেলে সংসারের সুখ ও সমৃদ্ধি ব্যাহত হয়। সাংসারিক সমস্যা বৃদ্ধির পাশাপাশি দেখা দেয় অর্থনৈতিক সঙ্কট।
advertisement
4/8
ভাত বা অন্নর সঙ্গে জড়িয়ে আছে আমাদের জীবনধারণের প্রশ্ন। অন্নকে বলা হয় মা লক্ষ্মী। যা নাকি শ্রী ও সম্পদের প্রতীক। তাই অন্ন অপচয় অনুচিত।
advertisement
5/8
মাটিতে অন্ন পড়ে গেলেও তা অশুভ বলে ধরে নেওয়া হয়। খাওযার সময় তো বটেই। পরিবেশনের সময়ও সতর্ক থাকা দরকার। যাতে ভাত বা অন্ন পড়ে না যায় ভূমিতে।
advertisement
6/8
অভুক্ত খাবার অনেকেই ফেলে দেন। সেটা না করে অভুক্ত খাবার পশুপ্রাণীদের খাইয়ে দেওয়া বাঞ্ছনীয়।
advertisement
7/8
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, হাত থেকে নুন পড়ে যাওয়াও খুব অশুভ। তাহলে সংসারে আর্থিক সঙ্কট-সহ অন্যান্য সমস্যা দেখা দেয়।
advertisement
8/8
Disclaimer: এখানে প্রচলিত রীতি নীতি আলোচনা করা হয়েছে। কুসংস্কারকে প্রশ্রয় দেওয়ার কোনও উদ্দেশ্য নেই।