পৃথিবীর বড় বিপদ! ধেয়ে আসছে 'বেনু', সংঘর্ষ হলেই সব শেষ হওয়ার সম্ভাবনা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Asteroid Benu: ভয়ঙ্কর বিপদ পৃথিবীর। সব শেষ হয়ে যাবে? এগিয়ে আসছে ধেনু।
advertisement
1/8

মহাকাশের কত কিছুই এখনও অজানা! তবে গ্রহ, উপগ্রহ, নক্ষত্রের ব্যাপারে এখনও অনেক তথ্যই সংগ্রহ করে চলেছেন বিজ্ঞানীরা।
advertisement
2/8
তবে নাসা সম্প্রতি একটি গ্রহানুর খোঁজ পেয়েছে যেটি পৃথিবীর দিকে এগিয়ে আসছে। ফলে পৃথিবীর সঙ্গে সেটির সংঘর্ষের সম্ভাবনা তৈরি হয়েছে।
advertisement
3/8
সেই গ্রহানুর নাম বিজ্ঞানীরা দিয়েছেন বেনু। এই নামকরণ হয়েছে মিশরের পুরাণ অনুযায়ী। বেনু একটি কাল্পনিক পাখির নাম। সেটি পূনর্জন্ম ও সৃষ্টির সঙ্গে সম্পর্কিত।
advertisement
4/8
প্রায় ৫০০ মিটার চওড়া ও ৪০০ মিটার উঁচু এই গ্রহানু এগিয়ে আসছে পৃথিবীর দিকে। বিরাট একটি পাথরের টুকরো এটি।
advertisement
5/8
নাসা ‘ওসিরিস-রেক্স’ নামের একটি যান পাঠিয়েছিল মহাকাশে। সেই যান বেনু সম্পর্কে অনেক তথ্য পৃথিবীতে নিয়ে এসেছে।
advertisement
6/8
সাত বছর ধরে নাসার সেই যান বেনু সম্পর্কে তথ্য সংগ্রহ করে পৃথিবীতে ফিরে এসেছে। তবে এখনই এই গ্রহানু নিয়ে ভয়ের কিছু নেই।
advertisement
7/8
নাসা জানিয়েছে পৃথিবী থেকে প্রায় ৭৫ লক্ষ কিলোমিটার দূরে রয়েছে বেনু। সেটি ২১৮২ সাল নাগাদ পৃথিবীর কাছাকাছি চলে আসতে পারে। তবে সংঘর্ষের সম্ভাবনা কম।
advertisement
8/8
বিজ্ঞানীরা বলছেন, এই গ্রহানুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হলে তা পরমানু বোমা বিস্ফোরণের মতো অবস্থা হবে।