সূর্যের আলো ভারতের কোন রাজ্যে প্রথম পড়ে? উত্তর জানা থাকলে আপনি জিনিয়াস
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Arunachal Pradesh: সূর্যের প্রথম আলো এসে পড়ে ভারতের এই রাজ্যের মাটিতে।
advertisement
1/7

জানেন কি, সূর্যের আলো ভারতের কোন রাজ্যের উপর এসে প্রথম পড়ে? অনেকেই এই উত্তরটা হয়তো জানেন না!
advertisement
2/7
সূর্যের প্রথম আলো এসে পড়ে অরুনাচল প্রদেশের উপর।
advertisement
3/7
অরুণাচল প্রদেশের ডং ভ্যালির বেদাং ভ্যালির মাটির উপর এসে সূর্যের আলো প্রথম পড়ে।
advertisement
4/7
বেদাং ভ্যালি থেকে সূর্যোদয় দেখতে আসেন বহু পর্যটক। প্রায় সারা বছর সেখানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে।
advertisement
5/7
ভারত. চিন ও মায়ানমারে ট্রাই-জংশনে অবস্থিত এই ভ্যালি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো।
advertisement
6/7
ডং ভ্যালি অরুণাচলের একটি ছোট্ট গ্রাম। এটিকে প্রথম গ্রামও বলেন অনেকে।
advertisement
7/7
এই গ্রামে সূর্যের আলো থাকে দিমনের ১২ গণ্টা। এই গ্রাম ১২৪০ মিটার উঁচুতে অবস্থিত।