আপনি কি সুখী? বলে দেবে এই লক্ষণগুলো! মিলিয়ে নিন তো একবার
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Happy Life: আপনি কি জীবনে সুখী? বলে দেবে আপনার মধ্যে লুকিয়ে থাকা এই লক্ষণগুলো। একবার দেখে নিন।
advertisement
1/9

আপনি কি সুখী? অনেক সময় আমরা নিজেরাই এই প্রশ্নের উত্তর হয়তো জানি না! তবে কয়েকটা লক্ষণ বলে দিতে পারে, আপনি আদৌ সুখী কি না!
advertisement
2/9
জীবনে সুখী হতে কে না চায়! তবে সুখ ব্যাপারটা আসলে আপেক্ষিক। আপনি যেটাকে সুখ ভাবছেন, অন্য কেউ সেটা নাও ভাবতে পারেন!
advertisement
3/9
তবুও কিছু কিছু ব্যাপার তো থাকে, যেগুলি দেখে মানুষ নিজেকে সুখী বলে বিচার করে! আজ আমরা তেমনই কয়েকটি বিষয় বলব।
advertisement
4/9
মন থেকে নিজেকে সুখী ভাবলে পজিটিভ এনার্জি পাবেন। তাই সবার আগে নিজের মনটাকে তৈরি করে নিতে হবে নিজের মতো করে।
advertisement
5/9
সুখী মানুষরা মধ্যে সব সময় কৃতজ্ঞতা বোধ কাজ করে। জীবনের ছোট ছোট আনন্দ, পাওনার জন্যও তাঁরা কৃতজ্ঞ হন।
advertisement
6/9
সুখী মানুষেরা সব সময় পরিবার ও কাছের মানুষদের প্রাধান্য দেন বেশি।
advertisement
7/9
সুখী মানুষেরা নিজেদের আত্মসম্মান বজায় রাখতে জানেন। আবেগ, আকাঙ্ক্ষার উপর কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারেন।
advertisement
8/9
সুখী মানুষেরা সব সময় নিজেকে ভালবাসে, নিজের জন্য সময় বের করেন।
advertisement
9/9
সুখী মানুষের মধ্যে ভালবাসা কখনও মরে না। বয়স যতই বেড়ে যাক, আপনি সুখী হলে আপনার মধ্যে প্রেম থাকতে বাধ্য।