Knowledge Story: পৃথিবীর সব জিনিয়াসেরই থাকে এই ৪ অভ্যেস! দেখুন তো আপনার আছে কি না
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
বিশেষজ্ঞেরা বলেন, প্রতিটা মানুষ এক হলেও, তাঁদের মধ্যে থাকা নির্দিষ্ট কিছু অভ্যাস, কিছু গুণাবলিই তাঁকে অন্যদের থেকে অনেকখানি আলাদা করে দেয়৷
advertisement
1/8

পৃথিবীতে এত কোটি কোটি মানুষ রয়েছেন৷ কিন্তু, শতাংশের বিচারে তাঁদের মধ্যে খুব কম জনই বুদ্ধিমান৷ তাদের মধ্যে আবার জিনিয়াসের সংখ্যা আরও কম৷ বিশেষজ্ঞেরা বলেন, প্রতিটা মানুষ এক হলেও, তাঁদের মধ্যে থাকা নির্দিষ্ট কিছু অভ্যাস, কিছু গুণাবলিই তাঁকে অন্যদের থেকে অনেকখানি আলাদা করে দেয়৷
advertisement
2/8
গভীর রাতে জেগে থাকার অভ্যাস: বেশির ভাগ জিনিয়াসেরাই গভীর রাত পর্যন্ত জেগে থাকতে পছন্দ করেন৷ নয় বই পড়া, নয় অন্য ধরনের বিদ্যাচর্চা বা কাজকর্ম, যার সঙ্গে সরাসরি মস্তিষ্কের খাটনি জড়িত, এই সবই রাতভর করে যেতে পছন্দ করেন তাঁরা৷ এমনকি, বহু প্রতিভাবান মানুষই অনিদ্রার রোগে ভুগে থাকেন৷ সেকথা তাঁদের আত্মজীবনীতেও লিখে গিয়েছেন এঁদের অনেকে৷
advertisement
3/8
নিকোলা টেসলা, যাঁর দৌলতে বাস্তু বাড়িতে বিদ্যুৎ পৌঁছেছিল, তিনি দিনে মাত্র ২ থেকে ৩ ঘণ্টা ঘুমোতেন। লিওনার্দো দ্য ভিঞ্চি,নাকি দিনে ঘুমোতেন মাত্র ৩ ঘণ্টা। বিজ্ঞান থেকে শুরু করে শিল্পকলা, খেলাধূলা থেকে শুরু করে রাজনীতি- বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাত ব্যক্তিদের অনেকেরই কম ঘুমের অভ্যাস ছিল৷
advertisement
4/8
ঘুমানোর আগে চিন্তা করা: অনেকেই রয়েছেন, যাঁরা বিছানায় পিঠ ঠেকানো মাত্রই ঘুমিয়ে পড়েন৷ জিনিয়াস ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না৷ বিছানায় শুয়ে থেকে দীর্ঘক্ষণ নানা বিষয় চিন্তা করা এঁদের অন্যতম অভ্যেস৷
advertisement
5/8
ভুলে যাওয়া: আপনার কি খুব ভুলে যাওয়ার অভ্যাস রয়েছে? কোথায় চশমা রেখেছন, কোথায় কলম, কিংবা বাড়ির সদর দরজার চাবিটাই বা কোথায় রেখেছেন, মাঝেমধ্যেই কি মনে করতে পারেন না? তাহলে হয়তো আপনি জিনিয়াস ক্যাটেগরির মানুষ৷ কারণ, অসাধারণ বুদ্ধিমত্তাসম্পন্ন মানুষ ছোট ছোট জিনিস মনে রাখেন না।
advertisement
6/8
আসলে প্রতিটা জিনিসেই মন পড়ে থাকলে একটি নির্দিষ্ট জিনিসে মনোনিবেশ করা যায় না৷ শোনা যায়, বিখ্যাত ফিজিসিস্ট অ্যালবার্ট আইস্টাইনও বহু জিনিস মনে রাখতে পারতেন না৷ তারিখ, ফোন নম্বর মনে রাখার প্রয়োজনই বোধ করতেন না৷ এমনকি, একবার নাকি বাড়ির ঠিকানাও ঠিকঠাক ট্যাক্সিওয়ালাকে বলতে পারেননি৷
advertisement
7/8
নিজের সঙ্গে কথা বলা: আপনি কি প্রায়ই নিজের সঙ্গে কথা বলেন? তাহলেও কিন্তু আপনি যথেষ্ট বুদ্ধিমান মানুষদের দলে৷আসলে নিজের সঙ্গে কথা বলার সময় আপনার মস্তিষ্ক দারুণ ভাবে কাজ করে।
advertisement
8/8
মনস্তাত্ত্বিকেরা বলে থাকেন, নিজের সঙ্গে কথা বলা অনেক সময় হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেতে এবং বিভিন্ন খুঁটিনাটি বিষয় মনে রাখতে সাহায্য করে। নতুন জিনিস দেখার ইচ্ছা, নতুন জিনিস অন্বেষণ করার প্রবণতা যাঁদের বেশি, তাঁরাও অন্যদের তুলনায় বেশি বুদ্ধিমান হন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: পৃথিবীর সব জিনিয়াসেরই থাকে এই ৪ অভ্যেস! দেখুন তো আপনার আছে কি না