TRENDING:

সাপখোপ, বিষাক্ত কীট ঘরে ঢুকে পড়ছে গরমে? এই একটি গাছই যথেষ্ট...! কোনও 'বিষধর' প্রাণী ধারেকাছে আসবে না

Last Updated:
Snake repellent plant: এই গাছ থেকে সারা বছর হালকা সুগন্ধ বেরোয়। বিশ্বাস করা হয়, এই সুগন্ধেই বিষাক্ত সরীসৃপ ও প্রাণীরা দূরে থাকে। নিরাপদ থাকতে বাড়িতে লাগান।
advertisement
1/8
সাপখোপ, বিষাক্ত কীট ঘরে ঢুকে পড়ছে ? এই একটি গাছই যথেষ্ট! কোনও 'বিষধর' প্রাণী কাছ ঘেঁষবে না
গরম পড়তেই কি আপনার বাড়ির আশেপাশে সাপের উপদ্রব বেড়েছে? তবে একটাই গাছ এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে। এই গাছ থাকলে বিষধর প্রাণীরা আপনার ধারেকাছে ঘেঁষবে না।
advertisement
2/8
গ্রীষ্মকাল এলেই বাড়িতে বিষধর প্রাণী ঢোকার প্রবণতা বেড়ে যায়। বিশেষ করে গবাদিপশু রাখা হয় যে সব জায়গায়, যেমন গোয়ালঘর—সেখানে ঠান্ডা পরিবেশ থাকায় গরমে এই সব বিষাক্ত প্রাণী আশ্রয় নিতে আসে। ফলে গৃহপালিত পশুদের নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়ে।
advertisement
3/8
এই গাছকে বিষাক্ত প্রাণীদের শত্রু বলা হয়। বাড়ির দরজায় বা গোয়ালঘরের কাছে এই গাছ লাগালে এমনকি কোব্রার মতো সাপও নাকি কাছে আসে না। গরম পড়ার সঙ্গে সঙ্গেই এই গাছে ফুল ফোটে, আর এপ্রিল মাস নাগাদ তা পরিপক্ব হয়। তুলসী পাতার মতো দেখতে লম্বা থোকা থাকে, যেগুলো গ্রামের মানুষ ছিঁড়ে এনে গোয়ালঘরে বা ঘরের মধ্যে ঝুলিয়ে রাখেন।
advertisement
4/8
গ্রামাঞ্চলে ঘরে সাপখোপ এবং অন্যান্য বিষাক্ত কীটপতঙ্গ, প্রাণী ঢুকে পড়ার সমস্যা রুখতে একটি বিশেষ গাছ লাগানোর রীতি বহুদিন ধরেই চলে আসছে। এই গাছের নাম *মারুথানি* বা *মারিকোজুন্ধু* (Marikozhundhu)। সাধারণত এটি নদী বা পুকুরের ধারে জন্মায়, তবে কেউ কেউ বাড়িতেও এটি লাগিয়ে থাকেন।
advertisement
5/8
এই গাছ থেকে সারা বছর হালকা সুগন্ধ বেরোয়। বিশ্বাস করা হয়, এই সুগন্ধেই বিষাক্ত প্রাণীরা দূরে থাকে।
advertisement
6/8
সাগরের সানোডা গ্রামের বৃদ্ধা দ্রৌপদী বাঈ বলেন, "এই রীতি আমাদের ঠাকুরদা-প্রপিতামহদের সময় থেকেই চলে আসছে। তখন বৃষ্টির পরিমাণ বেশি ছিল, আর শীত-গ্রীষ্মও যথেষ্ট তীব্র ছিল। ফলে প্রাণীদের লুকিয়ে পড়া বা ঘরে ঢোকার আশঙ্কা ছিল।"
advertisement
7/8
তিনি বলেন, "তখনই এই ধরনের দেশি পদ্ধতি নেওয়া হত, যা আমরা এখনও অনুসরণ করি। এতে গবাদিপশুরাও নিরাপদ থাকে, কোনও ক্ষতিও হয় না। আমরা বাড়িতেও এই গাছ লাগিয়েছি।" 
advertisement
8/8
এই প্রাকৃতিক পদ্ধতি যেমন সাশ্রয়ী, তেমনি কার্যকরও। তাই বিষধর প্রাণীর হাত থেকে রেহাই পেতে এখনই লাগান এই বিশেষ গাছ।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
সাপখোপ, বিষাক্ত কীট ঘরে ঢুকে পড়ছে গরমে? এই একটি গাছই যথেষ্ট...! কোনও 'বিষধর' প্রাণী ধারেকাছে আসবে না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল