‘যমরাজ বাইরে অপেক্ষা করছেন’, মেসেজ পড়ে বুক কেঁপে গেল যুবকের, তৎক্ষণাৎ বাতিল করলেন ক্যাব
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
এক ব্যক্তি ওলা-তে ক্যাব বুক করে অপেক্ষা করছিলেন। ক্যাব চালক বাড়িতে পৌঁছতেই মোবাইলে মেসেজ ঢোকে। সেই মেসেজ পড়েই ঘামতে শুরু করেন তিনি। নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়।
advertisement
1/5

ভিড় বাসে ঠেলাঠেলি করে যাওয়ার দিন শেষ। রিকশা বা টেম্পোর দিনও ফুরিয়েছে। এখন ওলা বা উবেরের যুগ। অনলাইনে বুকিং করে দিলেই হল। ভাড়া থেকে চালকের নামধাম সব চলে আসবে আঙুলের ডগায়। এতে সুবিধা হয়েছে বিস্তর। সপরিবারে ঘোরার জন্য এর থেকে ভাল বাহন আর হয় না।
advertisement
2/5
মত বদলালে ক্যাব বাতিল করার বিকল্পও রয়েছে। এখানেই আসল মজা। ক্যাব বাতিলের অদ্ভুত সব কারণ জানান অনেকেই, যা শুনলে হাসিই পাবে। সম্প্রতি এই রকমই একটি পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক গ্রাহক চালকের নাম জানার সঙ্গে সঙ্গে ক্যাব বাতিল করে দিয়েছেন। ব্যাপারটা কী? কর্ণাটকের ঘটনা। এক ব্যক্তি ওলা-তে ক্যাব বুক করে অপেক্ষা করছিলেন। ক্যাব চালক বাড়িতে পৌঁছতেই মোবাইলে মেসেজ ঢোকে। সেই মেসেজ পড়েই ঘামতে শুরু করেন তিনি।
advertisement
3/5
নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। মেসেজে লেখা ছিল, “যমরাজ এসে গিয়েছেন। আপনার জন্য বাড়ির বাইরে অপেক্ষা করছেন”। সঙ্গে গাড়ির নম্বর (KA07A5045) লেখা। এই মেসেজ পড়ে আর থাকতে পারেননি ওই ব্যক্তি। তৎক্ষণাৎ ক্যাব বাতিল করে দেন। পরে মেসেজের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।
advertisement
4/5
Timepass Struggler (@timepassstruggler) নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে স্ক্রিনশটটি। পোস্টের ক্যাপশনে লেখা, ‘‘যমরাজ এসেছেন। নরকে যাওয়ার জন্য প্রস্তুত হন”। গত ১৭ জুন এই পোস্ট শেয়ার করা হয়েছিল ইনস্টাগ্রামে। তারপর থেকে এখনও পর্যন্ত ৩ কোটি ৮২ লাখের বেশি ভিউ হয়েছে।
advertisement
5/5
৭ লাখ ১৭ হাজারের বেশি ইউজার পোস্ট লাইক করেছেন। শেয়ার হয়েছে লক্ষাধিক। শুধু তাই নয়, পোস্টে কমেন্টও করেছেন অনেকে। এখনও ৩৭০০-এর বেশি কমেন্ট দেখা যাচ্ছে। অধিকাংশ নিজেদের অভিজ্ঞতার কথা লিখেছেন সেখানে। কার্তিক ভেঙ্গেটসান নামের এক ইউজার লিখেছেন, “চেন্নাইতে আমার সঙ্গেও একই ঘটনা ঘটেছে”। সূর্য কুমার লিখেছেন, “ভাই আমিও বুক করেছিলাম। ক্যাব ড্রাইভারের নাম ছিল যমরাজ। তিনি আমাকে সম্পূর্ণ নিরাপদে গন্তব্যে পৌঁছে দিয়েছিলেন। এই ধরনের হাসি ঠাট্টা ঠিক নয়”। আরেকজন লিখেছেন, “দু’দিনের জীবন। আসল কথা হল, যমরাজের হাত থেকে কেউ ছাড় পাবে না”।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
‘যমরাজ বাইরে অপেক্ষা করছেন’, মেসেজ পড়ে বুক কেঁপে গেল যুবকের, তৎক্ষণাৎ বাতিল করলেন ক্যাব